AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ছাত্রের গলায় আটকে বোতলের ঢাকনা, কীভাবে উদ্ধার করলেন শিক্ষিকা? দেখুন ভাইরাল ভিডিয়ো

Viral video: ইনস্টাগ্রামে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। Goodnews Movement নামের একটি পেজ থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এই ঘটনা ঘটেছে নিউ জার্সির East Orange Community Charter স্কুলে।

Viral Video: ছাত্রের গলায় আটকে বোতলের ঢাকনা, কীভাবে উদ্ধার করলেন শিক্ষিকা? দেখুন ভাইরাল ভিডিয়ো
Photo Credit: India.com
| Edited By: | Updated on: Apr 15, 2022 | 3:18 AM
Share

স্কুলের ক্লাসে বসে জল খেতে গিয়ে এক ৯ বছরের ছেলের গলায় আটকে গিয়েছিল বোতলের ঢাকনা। এ যাত্রায় শিক্ষিকার তৎপরতায় রক্ষা পেয়েছে ওই কিশোর। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে নিজের চেয়ারে বসেই বোতল থেকে জল খাচ্ছিল বাচ্চা ছেলেটি। আচমকাই তাঁর গলায় আটকে গিয়েছিল বোতলের ঢাকনা। নিমেষে দমবন্ধ হয়ে গিয়েছিল তার। যন্ত্রণায় ছটফট করে ক্লাসের মধ্যেই এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল সে। তারপর একছুটে পৌঁছে যায় শিক্ষিকার সামনে। আকার ইঙ্গিতে ইশারায় বুঝিয়েছিল তার সমস্যার কথা। সবটা বুঝতে পেরে তখনই পদক্ষেপ নেন শিক্ষিকা। পিছন থেকে ধরে বাচ্চা ছেলেটিকে ঝাঁকিয়ে দেন তিনি। পিঠে এবং পেটে চাপ পড়তেই গলা থেকে বেরিয়ে আসে আটকে থাকা বোতলের ঢাকনা। এই পদ্ধতিকে বলা হয় Heimlich maneuver। এ যাত্রায় বেঁচে গিয়েছে বাচ্চা ছেলেটি। বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে শিক্ষিকার উপস্থিত বুদ্ধির জোরে।

ছাত্রের গলায় আটকে বোতলের ঢাকনা, কীভাবে উদ্ধার করলেন শিক্ষিকা? দেখুন ভাইরাল ভিডিয়ো

ইনস্টাগ্রামে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। Goodnews Movement নামের একটি পেজ থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এই ঘটনা ঘটেছে নিউ জার্সির East Orange Community Charter স্কুলে। ৯ বছরের রবার্টের গলায় জল খাওয়ার সময় আচমকাই আটকে গিয়েছিল বোতলের ঢাকনা। তারপরেই ঘটেছিল বিপত্তি। মুহূর্তের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল ওই ছেলেটির। তবে ভাগ্য সহায় যে সঠিক সময়ে শিক্ষিকাকে সবটা খুলে বলতে পেরেছিল বাচ্চাটি। আর শিক্ষিকার তৎপরতায় এ যাত্রায় প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে রবার্টকে। সে জানিয়েছে, জল খাওয়ার সময় প্রথমে বোতলের ঢাকনা চিবোচ্ছিল সে। সেই সময়েই একটু জল তার মুখে ঢুকে যায় এবং গলায় আটকে যায় জলের বোতলের ঢাকনাটি।

ওই বাচ্চা ছেলেটির শিক্ষকের নাম JaNeice Jenkins। বিগত পাঁচ বছর ধরে তিনি ওই স্কুলে পড়াচ্ছেন। যখন প্রিস্কুলের শিক্ষিকা ছিলেন তখনই সিপিআর এবং বেসিক ফার্স্ট এইডের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। সম্প্রতি আবার একটি রিফ্রেশার কোর্সও করেছেন। রবার্ট নামের ছাত্রটি তাই নিজের সমস্যা জানানোর পরেই নিমেষে পদক্ষেপ নিয়েছিলেন শিক্ষিকা। পিছনে থেকে আঁকড়ে ধরে তুলে ছেলেটিকে ঝাঁকাচ্ছিলেন তিনি। আর তারপরেই রবার্টের গলায় আটকালো বোতলের ঢাকনা বেরিয়ে এসেছিল।

আরও পড়ুন- Viral Video: বধূবেশে রানু মণ্ডল! গাইছেন ‘কাঁচা বাদাম’… দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: ফোনে কথা বলছিলেন, ট্রেন আসতেই রেলওয়ে ট্র্যাকে শুয়ে পড়লেন, ট্রেন চলে গেল, কিসসু হল না!

আরও পড়ুন: অবাক গাছ! আঘাত করলেই বেরোচ্ছে জল, পান করছেন পিপাসার্ত মানুষ, ভিডিয়োটা একবার দেখুন