Viral Video: বিমানের মধ্যে তুমুল নাচ এই যুবতীর, চোখে সর্ষেফুল দেখল যাত্রীরা!
Latest Viral Video: ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিয়োটি 'shibakhan412' নামের একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। এখনো পর্যন্ত ভিডিয়োটিতে অনেক লাইক আর ভিউ এসেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন।
Viral Video Today: সম্প্রতি ট্রেন এবং মেট্রোর একের পর এক ভিডিয়ো সামনে এসেছে, যেখানে ভাইরাল হওয়ার জন্য অনেক কাণ্ডই করা হয়েছে। এতদিন মনে করা হচ্ছিল, এমন শুধু ভারতেই ঘটছে। কিন্তু তা একেবারেই নয়, কয়েকদিন আগে ব্রাজিলের মেট্রোতেও তেমনই কিছু কাণ্ড দেখা গিয়েছে। বিষয়টি দিনের পর দিন আরও বেড়েই চলেছে। কোনওভাবেই মীমাংসা করা যাচ্ছে না। আর সেই সব যে মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, তা আর বলা অপেক্ষা থাকে না। কখনও মেট্রোতে চুমু খেতে দেখা যাচ্ছে। আবার কখনও নাচতে দেখা গিয়েছে। তবে এবার এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা কোনও মেট্রো বা ট্রেনের নয়। বরং প্লেনের। ফ্লাইটেও ভাইরাল হওয়ার জন্য মানুষ এমন কিছু করছে, যা দেখলে আপনি অবাক হবেন।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আর তাতে দেখা যাচ্ছে, ফ্লাইটের ভেতরে একটি মেয়ে নাচছে। যখন লোকেরা বোর্ডিংয়ের জন্য ভিতরে যায় তখন এই ভিডিয়ো করা হয়েছে। এমনকি তার এমন নাচের কারণে অনেকেই সেই সময় নানান সমস্যায় পড়েছেন। পিছনে লোকের লাইন লেগে গিয়েছে। আর অন্যদিকে মেয়েটি নাচ থামাতে রাজিই নন। পিছনে বসে থাকা ব্যক্তিরাও মেয়েটির নাচ দেখে অবাক। শেয়ার করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ভাইরাল হওয়ার পর থেকে প্রচুর ট্রোলও শুরু হয়ে গিয়েছে।
View this post on Instagram
ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিয়োটি ‘shibakhan412’ নামের একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। এখনো পর্যন্ত ভিডিয়োটিতে অনেক লাইক আর ভিউ এসেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলছেন, “মনে হচ্ছে উনি বিমানটি প্রথমবার দেখেছেন। তাই নিয়ম জানেন না।” আরও এক ব্যক্তি মজার থলে লিখেছেন, “উনি আবারও চলন্ত অবস্থায় এমন করেছেন কি না, সেটাই জানান ইচ্ছে রইল।” অন্য একজন কমেন্ট করেছেন, “ভাইরাল হওয়ার জন্য নিয়ম ভাঙতে শুরু করেছে মানুষ। কিন্তু তাদের জন্য কোন এখনও কোনও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না?”