Viral Video: ক্ষুধার্ত কুমিরের মুখে মাথা ঢুকিয়ে দিলেন যুবক, এক ঝটকায় সব শেষ.. দেখুন ভিডিয়ো
Latest Viral Video: ভিডিয়োটি @1000waystod1e নামের আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র 20 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 4 মিলিয়ন অর্থাৎ 40 লাখ ভিউ হয়েছে, যেখানে 26 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। আর সেই সব অদ্ভুত কাণ্ড ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কখনও সাপকে স্নান করাতে দেখা যায়। কখনও আবার সিংহের ডেরায় ঢুকে সিংহের সঙ্গে বসে থাকতে দেখা যায়। কিছু কিছু সময় এমনও অনেক ভিডিয়ো বেরিয়ে আসে, যেখানে মানুষ কুমিরের সঙ্গে পাঙ্গা নিতেও পিছপা হয় না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এক ব্যক্তি কুমিরের মুখে নিজের মাথা ঢুকিয়ে দিলেন। প্রথমে কুমিরটি কিছু না করলেও, পরে এমন কিছু করল, যা দেখে আপনি শিউরে উঠতে বাধ্য। কিন্তু ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি কুমিরের চোয়ালে মাথা রেখেছিলেন এবং প্রায় 15 সেকেন্ড এভাবেই ছিলেন। কিন্তু সেই ব্যক্তি নিজেও জানতেন না, তার সঙ্গে এমন কিছু হতে পারে। ভিডিয়োতে আপনি দেখতে পাচ্ছেন, কীভাবে কুমিরটির মুখ খুলে লোকটি মাথা ভরে দিলেন। তারপর কয়েক সেকেন্ড পর, যখন সে তার মাথা বের করে নিতে শুরু করে, তখন কুমিরটি তার মাথাটি ধরে জোরে কামরাতে থাকে। যে ব্যক্তি ভিডিয়োটি করছিলেন, তিনি এমন কাণ্ড দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করে। তারপরে লোকটি কোনও মতে কুমিরের মুখ থেকে তার মাথা বের করে আনতে পারে।
— 1000 WAYS TO DIE (@1000waystod1e) October 26, 2023
ভিডিয়োটি @1000waystod1e নামের আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র 20 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 4 মিলিয়ন অর্থাৎ 40 লাখ ভিউ হয়েছে, যেখানে 26 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। কমেন্ট থেকে জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। 2017 সালে একটি ‘ক্রোকোডাইল শো’ চলাকালীন এই ঘটনাটি ঘটেছিল।