Viral Video: খরস্রোতা নদীতে পড়ে মৃত্যুকে কাছ থেকে দেখছিল বাছুর, তারপরই জলে লাফ এই ব্যক্তির..
Latest Viral Video: এই ভাইরাল ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রৌনক সিং (@raunaksingh1170) নামের একজন ব্যবহারকারী। ভিডিয়োটি দেখেলে বুঝতে পারবেন, পৃথিবীতে মানবতা এখনও শেষ হয়নি।
Viral Video Today: পৃথিবীতে বোধ হয় এখনও অনেক ভাল মানুষ আছে বলেই সব সুন্দর। মানুষ প্রায়ই একে অপরকে সমস্যায় দেখে সাহায্য করতে ভুলে গিয়েছে। কিন্তু তার মধ্য়েও অনেক মানুষ আছেন, যারা অন্যকে বাঁচাতে গিয়ে নিজেকে বিপদে ফেলে দেন। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যাক্তি কোনও মানুষকে নয়, বরং একটি পশুকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়েছেন। একটি বাছুরকে বাঁচানোর চেষ্টায় তিনি তলিয়ে যাচ্ছিলেন জলের গভারে। ভিডিয়োটি দেখেলে বুঝতে পারবেন, পৃথিবীতে মানবতা এখনও শেষ হয়নি।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, নদীর পাড়ে একটি বাছুর দাঁড়িয়ে আছে। আর হঠাৎই তার পা পিছলে সে জলে ডুবে যায়। এমনকি জলের স্রোত এতটাই বেশি যে, সে নিজেকে সামলাতে পারছে না। তলিয়ে যাচ্ছে জলের গভীরে। সেখানে থাকা এক ব্যক্তির চোখে সেটি পড়ে। সেই ব্যক্তি একটি নদীতে ডুবে যাওয়া বাছুরকে বাঁচানোর চেষ্টা করে। ওই ব্যক্তি কিছুক্ষণ নদীর পাড়ে নামতে শুরু করলে, তার পা পিছলে যায়। তিনিও নদীতে পড়ে যান। তারপরে পা ধরে বাছুরটিকে টেনে তোলার চেষ্টা করেন। জলের স্রোত এতটাই ভয়ঙ্কর যে, তা দেখলে আপনি শিউরে উঠবেন। তবুও অনেকক্ষণ চেষ্টার পর সে কোনও ভাবে পাড়ে নিয়ে আসে। ঠিক সেই সময়ই সেখানে থাকা আরও এক ব্যক্টির চোখ পড়ে। তখন তিনিও নেমে আসেন বাঁচাতে। অবশেষে বাছুরটিকে বাঁচানো যায়।
View this post on Instagram
এই ভাইরাল ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রৌনক সিং (@raunaksingh1170) নামের একজন ব্যবহারকারী। ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন, “বাছুরটি সাগরে পড়ে ডুবে যাচ্ছিল। তখন শ্যাম নামে এক ব্যক্তি তাকে বাঁচাতে এগিয়ে আসেন। তিনি কোনও ভয় না পেয়ে নদীতে ঝাঁপ দেয়। অনেকক্ষণ পর তিনি কোনওমতে বাছুরটিকে বের করতে পারেন সেই বিপদ থেকে।”