Viral Video: নদীতে জল খাচ্ছিল হরিণের দল, ঝোপের পিছনে ছিল বাঘ; শেষে ঘটল রোমহর্ষক কাণ্ড…
Latest Viral Video: বর্তমানে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে কতগুলি হরিণ তাদের মতো ঘুরে বেরাচ্ছে। তারা বিন্দু মাত্র টের পায়নি যে, তাদের উপর এত বড় বিপদ নেমে আসতে পারে।
Viral Video Today: জঙ্গলের প্রাণীদের জীবন যাপনের কত ভিডিয়োই আর সামনে আসে। প্রতিনিয়ত তাদের লড়াই করতে হয় টিকে থাকার জন্য। সোশ্যাল মিডিয়ায় বন্য প্রাণীদের নিয়ে অনেক ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। আবার অনেক মজার ভিডিয়োও নজর কাড়ে। তবে বর্তমানে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে কতগুলি হরিণ তাদের মতো ঘুরে বেরাচ্ছে। তারা বিন্দু মাত্র টের পায়নি যে, তাদের উপর এত বড় বিপদ নেমে আসতে পারে। সেই সব হরিণের দিকে লক্ষ্য ছিল একটি বাঘের। আর ব্যাস! আপনি যেমনটা ভাবছেন, ঠিক তেমনটাই হল। ভিডিয়োটির শেষ পর্যন্ত দেখলে আপনি শিউরে উঠবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, কতগুলি হরিণ মাঠে ঘুরে বেরাচ্ছে। সম্ভবত জল খেতেই এসেছে বলে মনে হচ্ছে। সেখানে একরকম রোদ পোহাচ্ছে। আর তাদের দেখে সেখানে হাজির হয় একটি বাঘ। হরিণগুলো কিছু বুঝে ওঠার আগেই একটি হরিণকে ধরে ফেলে। অনেক চেষ্টা করেও প্রাণে বাঁচতে পারে না হরিণটি। বাকি সব ক’টি সেখান থেকে পালিয়ে যায়। এই দৃশ্য আপনাকে অবাক করবে। কয়েক সেকেন্ডের জন্য হলেও শিউরে উঠবেন। জঙ্গল সাফারি করতে গিয়ে কয়েকজন মানুষের এই পুরো ঘটনাটি চোখে পড়ে, আর তারা ক্যামেরা বন্দী করে।
Bushes and grasslands are great ally for predators.
-WA forward pic.twitter.com/8NS5C0eDwv
— Dharamveer Meena, IFS? (@dharamveerifs) May 12, 2023
ভাইরাল হওয়া এই ক্লিপটি 12 মে IFS অফিসার ধরমবীর (@dharamveerifs) টুইটারে পোস্ট করেছিলেন। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 15 হাজারের বেশি ভিউ এবং প্রায় 200-র লাইক হয়েছে। শেয়ার করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “প্রটি মুহূর্তে ভয়ে থাকতে হয় বনের প্রাণীদের।”