Viral Video: ঠিক যেন পাশবালিশ! বিছানায় উঠছিল বিরাট অজগর, মহিলা পায়ে করে কাছে টেনে নিলেন…
Viral Video Today: এক মহিলা (Woman) বিছানায় শুয়ে আছেন। হঠাৎই করেই সেই বিছানায় তাঁর দিকে এগিয়ে যেতে থাকে একটি বিশালাকার অজগর (Python)। তা দেখা গেল, মহিলা এক ফোঁটাও ভয় পেলেন না। বরং, পায়ে করে সাপটিকে কাছে টেনে নিলেন। আর এই ভিডিয়ো দেখার পরেই ঘুম ছুটেছে নেটপাড়ার লোকজনের।
Latest Viral Video: সাপ কতটা ভয়ঙ্কর বলুন তো! সাপে ভয় পান না সত্যিই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তা সে যে প্রজাতির সাপই হোক না কেন। তবে কিছু-কিছু মানুষের আবার সাপেদের প্রতি প্রীতি আমাদের ভয় ধরায়। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক মহিলা (Woman) বিছানায় শুয়ে আছেন। হঠাৎই করেই সেই বিছানায় তাঁর দিকে এগিয়ে যেতে থাকে একটি বিশালাকার অজগর (Python)। তা দেখা গেল, মহিলা এক ফোঁটাও ভয় পেলেন না। বরং, পায়ে করে সাপটিকে কাছে টেনে নিলেন। আর এই ভিডিয়ো দেখার পরেই ঘুম ছুটেছে নেটপাড়ার লোকজনের।
ইনস্টাগ্রামে Shruti নামের এক ইউজ়ার ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োর ক্যাপশনে তিনি স্রেফ লিখছেন, “আরে দিদি!” ভিডিয়োতে দেখা গেল, বিছানায় ওই মহিলা শুয়ে আছেন। খুব সম্ভবত, সেই সাপটি মহিলার পোষ্য। তার কারণ, তিনি যে ভাবে সাপটিকে কাছে টেনে নিলেন সেরকম ভাবে সাধারণত মানুষ আর একটা মানুষকেই কাছে টেনে নেন। মহিলা যেন সেই সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেলেন।
View this post on Instagram
মহিলা যে সময় শুয়ে ছিলেন বিছানায় সেই সময়ই সাপটা তাঁর দিকে এগিয়ে যাচ্ছিল। সাপের দিকে তাঁর নজরও ছিল না। কিন্তু তিনি বুঝে গেলেন যে, সাপটি তাঁর দিকেই এগিয়ে আসছে। এমন সময়েই তিনি সাপটিকে পায়ে করে টেনে নিজের কাছে নিলেন। ঠিক যেভাবে মানুষজন একে অপরের গলা জড়িয়ে শুয়ে থাকেন, এই মহিলাও যেন সাপটির সঙ্গে কিছুটা সেরকমই করেছিলেন। কিছুক্ষণ পরে আবার মহিলা সাপটির মুখটাও কাছে টেনে নেন।
স্বাভাবিক ভাবেই এই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনদের চোখ কপালে উঠেছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। কেউ বলেছেন, এই সাপ মহিলার প্রাক্তন। কেউ আবার বলেছেন, আমি সাপ বা মহিলা নয়, ভিডিয়োর কমেন্ট পড়তে এসেছিলাম।