Viral Video: লেভেল ক্রসিং পার করার সময় চলে এল ট্রেন, দুর্বল হৃদয়ের মানুষ দেখবেন না ভিডিয়ো
Latest Viral Video: ভিডিয়োটি ভাইরাল হতেই প্রচুর মানুষের নজর কেড়েছে। অনেকে অনেক কমেন্ট করেছেন এই ভিডিয়োয়। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে।
Viral Video Today: রাস্তা দিয়ে হাঁটার সময় বা রেললাইন পার হওয়ার সময় সতর্কতা অবলম্বন করা খুব জরুরী। কিন্তু ক’জনই বা তা করে। এমন অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে রেল গেট পড়ে আছে দেখেও অনেকে রেললাইন পেরন। আর তার ফলে ভয়ঙ্কর সব দুর্ঘটনাও ঘটে যায়। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক যুবতী কানে হেডফোন দিয়ে রেললাইন পেরচ্ছেন। কিন্তু তিনি কোনওভাবেই দেখেননি যে, লাইন দিয়ে ট্রেন আসছে। অনেক কাছে এসে যেতেও হুঁশ হয়নি সেই যুবতীর। তারপরে এমন ঘটনা ঘটে, যা আপনি ভাবতেও পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি রেললাইনের মাঝখান থেকে রাস্তা গিয়েছে। আর সেই মুহূর্তে কানে হেডফোন দিয়ে এক যুবতী রেললাইন পার করার চেষ্টা করছিলেন। তিনি বুঝতেও পারেননি যে, ট্রেন অনেক কাছে এসে গিয়েছে। কোনও দিকে না তাকিয়েই তিনি পার হতে শুরু করলেন। তখন ট্রেন অনেক কাছে এসে গিয়েছে। যুবতী রেললাইনে পা রাখতেই ট্রেনটি তাকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ট্রেনটি ব্রেক চেপে সেখানেই দাঁড়িয়ে পড়ে। আর সেই যুবতী ছিটকে গিয়ে দূরে পড়েন। এই ভিডিয়ো দেখে হতবেক অধিকাংশ নেটিজেন।
Girl almost got crushed by the train . pic.twitter.com/vM2e9KlcWM
— Watch People Survive (@watchpplsurvive) August 6, 2023
ভিডিয়োটি ভাইরাল হতেই প্রচুর মানুষের নজর কেড়েছে। অনেকে অনেক কমেন্ট করেছেন এই ভিডিয়োয়। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। কেউ ভিডিয়োর কমেন্টে লিখেছেন, “এমনও হতে পারে যে ট্রেন চালক হর্ন বাজিয়েছিলেন, কিন্তু হেডফোন পরার কারণে মহিলাটি হর্নের শব্দ শুনতে পাননি।” আরও এক ব্যক্তি লিখেছেন, “ট্রেনের গতি কিছুটা ধীরে ছিল বলে তিনি বেঁচে গেলেন।”