Viral Video: বাড়ির ছাদে ফণা তুলে দাঁড়িয়ে একজোড়া কোবরা সাপ, মগে জল ভরে স্নান করাল এক যুবক
Latest Viral Video: ভিডিয়োটি শেয়ার করার পর থেকে 24 হাজারেরও বেশি বার দেখা হয়েছে এবং সেই সংখ্যাটি কেবল বেড়েই চলেছে। এছাড়াও এই ভিডিয়োটিতে প্রায় 1,300 লাইক হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন।
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় অনেক সাপের ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অপাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। এবার এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দু’টি কোবরা সাপকে জল দিয়ে স্নান করাচ্ছে এক যুবক। আর সাপ দু’টিও বার বার ফোঁস করে উঠছে। এটাই প্রথম নয়। এর আগেও এমন ধরনের অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটি পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি মগে করে জল নিয়েছেন। আর মাটিতে দু’টি কোবরা সাপ রয়েছে। ব্যক্তিটি তাদের মাথায় একটু করে জল ঢালতে শুরু করলেন। সবচেয়ে অবাক করা ব্যাপার হল তাতে সাপ দু’টি একটুও রেগে যাচ্ছে না। উল্টে স্নান করার সময় সাপ দু’টিকে নাচতে দেখা যাচ্ছে। যে ব্যক্তি সাপকে জল দিয়ে স্নান করাচ্ছে তার নাম শিন্টু। তিনি একজন পশু উদ্ধারকারী। নিজের ইনস্টাগ্রাম পেজে এই ভিডিয়োটি শেয়ার করেছেন শিন্টু। আর এভাবে কোবরাকে স্নান করাতে দেখে হতবাক নেটিজ়েনদের অধিকাংশ।
View this post on Instagram
ভিডিয়োটি শেয়ার করার পর থেকে 24 হাজারেরও বেশি বার দেখা হয়েছে এবং সেই সংখ্যাটি কেবল বেড়েই চলেছে। এছাড়াও এই ভিডিয়োটিতে প্রায় 1,300 লাইক হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, “এমন অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।” আরও এক ব্যক্তি লিখেছেন, “