Viral Video: শাড়ি পরে অসামান্য ব্যাকফ্লিপ! মহিলার স্টান্ট দেখে অবাক নেটিজ়েনরা, আপনিও দেখুন
Viral Video Today: একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে এক মহিলা শাড়ি (Saree) পরে অসামান্য স্টান্ট দেখিয়েছেন। আর মহিলার সেই স্টান্ট (Stunt) দেখার পরে সেখানে জড়ো হওয়া মানুষজন হাততালিতে ফেটে পড়েন।
Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় মানুষ সারাদিন অগুনতি ভিডিয়ো দেখে থাকেন। তার মধ্যে কিছু এমন ভিডিয়ো থাকে, যেখানে মানুষের আসল প্রতিভার পরিচয় মেলে। সত্যিই যাঁরা দক্ষ, নিজেদের কাজে অত্যন্ত পারদর্শী, তাঁদের প্রতিভা সত্যিই মুগ্ধ করে নেটপাড়ার লোকজনকে। সম্প্রতি একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে এক মহিলা শাড়ি (Saree) পরে অসামান্য স্টান্ট দেখিয়েছেন। আর মহিলার সেই স্টান্ট (Stunt) দেখার পরে সেখানে জড়ো হওয়া মানুষজন হাততালিতে ফেটে পড়েন।
Instagram অ্যাকাউন্ট mishaa_official থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। মেয়েকে শাড়িতে স্টান্ট করতে দেখে স্থানীয় মানুষজ অবাক হয়ে গিয়েছিলেন। মেয়েটি একটি ঐতিহ্যবাহী মারাঠি শাড়ি পরেছিল এবং যখন সে ব্যাকফ্লিপ মারতে শুরু করল, তখন সকলে হাঁ হয়ে দেখতে থাকল। আর যখন তাঁর স্টান্ট দেখানো হয়ে গেল, তখন লোকজন হাততালি দিতে লাগল। মিশা, যিনি ভিডিয়োটি পোস্ট করেছেন, তিনি পেশায় একজন ক্রীড়াবিদ। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে একাধিক ভিডিয়ো শেয়ার করেন। মানুষ সেই সব ভিডিয়োগুলি খুবই পছন্দ করেন।
View this post on Instagram
মেয়েটিকে একটি বেগুনি শাড়ি পরে ব্যাকফ্লিপ মারতে দেখা গিয়েছে। স্টান্টের জন্য সে বেছে নিয়েছিল একটি রুক্ষ্ম রাস্তাই। একের পর এক ব্যাকফ্লিপ সে দেখাতে থাকে এবং তা শেষ করার পর তাঁর মুখে হাসি ফুটে ওঠে। শাড়ি পরে যেখানে এই ধরনের স্টান্ট দেখানো যথেষ্ট মুশকিল। ঠিক সেখানেই মেয়েটি সকলকে তাক লাগিয়ে দেয় ঘনঘন ব্যাকফ্লিপ মেরে।
ক্রীড়াবিদদের সাধারণত স্টান্ট, জিম বা যে কোনও খেলাধুলার জন্য পশ্চিমী পোশাক পরতে দেখা যায়। কারণ, মানুষ বিশ্বাস করে যে ঐতিহ্যবাহী পোশাক এসব খেলার পরিপূর্ণতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে ভিডিয়োতে ওই মেয়েটি যেভাবে সম্পূর্ণ পরিচ্ছন্নতা ও নিখুঁততার সঙ্গে স্টান্টটি সম্পাদন করেছে, তা সত্যিই প্রশংসনীয় ছিল। এই কারণেই ভিডিয়োটি যাঁরা দেখেছেন, তাঁরা প্রশংসা করতে বাধ্য হয়েছেন। মিশা নামের ওই ক্রীড়াবিদের ইনস্টাগ্রামে 5.78 লাখের বেশি ফলোয়ার রয়েছে।