Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কতটা সুরক্ষিত এক ডাক্তারের পরিবার? ৫০ পেড়িয়ে প্রশ্নের মুখে যখন সম্পর্ক

Short Film: এ লড়াই মানসিক, এ লড়াই সামাজিক। এক ছোট্ট চিত্রনাট্যের মাধ্যমে এক কঠিন সত্যি সামনে আলার চেষ্টা করলেন পরিচালক। যেখানে অভিনয় করেছেন, মানসী সিনহা, ফাল্গুনী চট্টোপাধ্যায়, লাল্টু দাস ও সৌগতা বসু।

কতটা সুরক্ষিত এক ডাক্তারের পরিবার? ৫০ পেড়িয়ে প্রশ্নের মুখে যখন সম্পর্ক
Follow Us:
| Updated on: Jan 19, 2025 | 6:16 PM

ডাক্তার সাধারণের কাছে ভগবান। তবে গত কয়েকদিনে এই পেশা নিয়েই একগুচ্ছ প্রশ্নের মুখে সমাজ। সত্যি কতটা সুরক্ষিত তাঁরা! কীভাবে এক একটি ঘটনায় রাতারাতি তাঁদের জীবন পাল্টে যায়, সে খবর ক’জনই বা রাখেন! সমাজের এই কঠিন সময় দাঁড়িয়ে তেমনই এক প্রশ্ন তুললেন ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়। তৈরি করলেন এক স্বল্পদৈর্ঘ্যের ছবি। নাম, শুধু মনে রেখো। এক সন্ধ্যায় রোগীর পরিবারের আক্রমণে ঘটে যায় এক অঘটন। এক ডাক্তারের স্ত্রী মাথায় চোট পেয়ে সাময়িক স্মৃতি শক্তি হারিয়ে ফেলেন। তারপর শুরু হয় সম্পর্ক বাঁচিয়ে রাখার লড়াই। এ লড়াই মানসিক, এ লড়াই সামাজিক। এরকমই এক চিত্রনাট্যের মধ্যে দিয়ে কঠিন সত্যকে সামনে আনার চেষ্টা করলেন পরিচালক।  যেখানে অভিনয় করেছেন, মানসী সিনহা, ফাল্গুনী চট্টোপাধ্যায়, লাল্টু দাস ও সৌগতা বসু।

শনিবার যুবকেন্দ্রে এই ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়ে বহু ডাক্তার, সমাজের বহু স্তরের মানুষেরা প্রশংসায় ভরাচ্ছে ‘শুধু মনে রেখো’- ছবিকে। যদিও প্রথম এই ছবির প্রিমিয়ার হয় TV9 বাংলার অনুষ্ঠানেই। পেশায় ডাক্তার তথা এই ছবির পরিচালকের সঙ্গে TV9 বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা ডাক্তারদের নিয়ে এক অন্য আঙ্গিকের ছবি। স্বাধারণত ডাক্তার নিয়ে অন্য ধারার গল্প বলা হয়। এখানে ডাক্তার তাঁর পরিস্থিতি ভাগ্যকে মেনে নিয়ে লড়াই করে যাচ্ছে। যে গল্পে যন্ত্রণা আছে, প্রেম আছে, মজা আছে, বাস্তবতাও খুঁজে পাওয়া যাবে। এখনও দর্শকদের কাছে এটা পৌঁছায়নি। খুব শীঘ্রই এক ওটিটি প্ল্যাটফর্মে আমরা এই ছবিকে আনতে চলেছি।

প্রসঙ্গত, এই স্বল্পদৈর্ঘ্যের ছবি ইতিমধ্যেই একাধিক সম্মান অর্জন করেছে। পঞ্চম কলকাতা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে এই ছবি। পাশাপাশি কান-এ আয়োজিত ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয় শুধু মনে রেখো। গ্লোবাল ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ বিজেতা, ষষ্ঠ কলকাতা মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ নির্বাচিত এই শর্ট ফিল্ম।