Corruption Case: ৫০ কোটির দুর্নীতি! মুখ্যসচিবকে হলফনামা দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের

Justice Abhijit Ganguly: প্রথমে এই মামলায় তদন্ত করে সিআইডি। পাঁচ জনকে গ্রেফতারও করা হয়েছিল। তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে এই সমবায় দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে সিবিআই। সিবিআই-এর একটি দল আলিপুরদুয়ারে গিয়ে তদন্তের কাজ করে।

Corruption Case: ৫০ কোটির দুর্নীতি! মুখ্যসচিবকে হলফনামা দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 6:46 PM

কলকাতা ও আলিপুরদুয়ার : আরও এক দুর্নীতির মামলায় রাজ্যের কাছে জবাব তলব করল হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যসচিবকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির ৫০ কোটি টাকা দুর্নীতির মামলায় সোমবার সিবিআই রিপোর্ট পেশ করেছে হাইকোর্টে। কেন্দ্রীয় সংস্থার সেই রিপোর্ট দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামিকালের মধ্যে হলফনামা জমা দিতে হবে। ওই সমবায়ে টাকা রেখেছিলেন হাজার হাজার আমানতকারী। তাঁরা আশা করছেন, এবার মিলবে সুবিচার।

প্রায় ২১ হাজার আমানতকারী এই সমবায়ে টাকা রেখেছিলেন। সব মিলিয়ে অন্তত ৫০ কোটি টাকা জমা রাখা হয়েছিল। সেই আমানতকারীরাই প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। প্রথমে এই মামলায় তদন্ত করে সিআইডি। পাঁচ জনকে গ্রেফতারও করা হয়েছিল। তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে এই সমবায় দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে সিবিআই। সিবিআই-এর একটি দল আলিপুরদুয়ারে গিয়ে তদন্তের কাজ করে। অভিযোগ, তদন্তে পরিকাঠামো নিয়ে রাজ্য সরকার সিবিআই-কে কোনও সহযোগিতা করেনি।

এ ব্যাপারে আলিপুরদুয়ারে আর টি আই কর্মী অলোক রায় প্রশ্ন তুলেছেন, কেন রাজ্য সরকার সব কিছুতেই বাধা দিচ্ছে? তাহলে এই দুর্নীতিতে রাঘব বোয়ালরা জড়িত আছে, তাই আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার? এদিকে আমানতকারীরা চাইছেন যাতে দ্রুত বিচার মেলে।