খেতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, নব কলেবরে সেজে উঠছে কাঁটাতার পেরিয়ে আসা বিশ্বাস-বাড়ি
একসময় কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন মাছ বিক্রেতা সুব্রত বিশ্বাসের বাবা। নামখানার সামান্য জায়গার উপর বানিয়েছিলেন আস্তানা।
দক্ষিণ ২৪ পরগনা: আগামী বৃহস্পতিবার নামখানার ইন্দিরা ময়দানে বিজেপি আয়োজিত জনসভায় যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই দিনই বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলায় পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন তিনি। নামখানার জনসভা শেষে স্থানীয় নারায়ণপুরে এক উদ্বাস্তু তপশিলি পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী শাহি ভোজ উপলক্ষে ইতিমধ্যেই সেই বাড়িতে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। খবর চাউর হতেই আশেপাশের গ্রামের লোকজনেরাও ভিড় জমাচ্ছেন বিশ্বাসদের বাড়ি ঘিরে।
একসময় কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন মাছ বিক্রেতা সুব্রত বিশ্বাসের বাবা। নামখানার সামান্য জায়গার উপর বানিয়েছিলেন আস্তানা। বাবা মা’র মৃত্যুর পর স্ত্রী ও মেয়েকে নিয়ে নারায়ণপুরের সেই জায়গাতেই রয়েছেন সুব্রত। দারিদ্র পিছু ছাড়েনি তাঁদের। পরিবারে সুদিন ফেরানোর আশায় স্ত্রী অর্চনা বিশ্বাসও পরিচারিকার কাজ করতে শুরু করেন। এহেন পরিবারে এসেই জমিয়ে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর আসার আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে দফায় দফায় প্রতিনিধি দল এসে ঘুরে দেখেন গোটা এলাকা।
অমিত শাহের মধ্যাহ্নভোজন করানোর আবেদন জানিয়ে দিন সাতেক আগেই বিশ্বাস পরবারের সঙ্গে যোগাযোগ করেন জেলা বিজেপির কর্মকর্তারা। অর্থনৈতিক অবস্থা সঙ্গীন হলেন বিজেপির সেই প্রস্তাবে রাজি হয়ে যান পরিবারের কর্তা সুব্রত বিশ্বাস। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য ঘরোয়া নিরামিষ খাবারের আয়োজন করতে চলেছেন তাঁরা। মেনুতে থাকছে ভাত, ডাল, সবজির তরকারি, চাটনি, দই ও মিষ্টি।
আরও পড়ুন: কৃষি আইনের ‘প্রকৃত সত্য’ তুলে ধরতে বৈঠকে শাহ, উপস্থিত তিন রাজ্যের নেতারা
মঙ্গলবার বিশ্বাস বাড়িতে হাজির হতেই চোখে পড়ল তুমুল ব্যস্ততার ছবি। স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে জোরকদমে তোড়জোড় শুরু হয়েছে। বাড়ির দেওয়ালে পড়েছে নতুন রঙের পরত। পরিষ্কার করা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী খেতে আসছেন বলে কথা!