Bankura: বুথে বসেছিলেন, নজর ছিল সবটায়, তবে ফলাফল দেখার আগেই মৃত্যু BJP কর্মীর
Bankura: দ্রুত তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন ইন্দাস ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হবে।
বাঁকুড়া: রেমালে আবারও মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বিজেপি-র পোলিং এজেন্টের। জানা গিয়েছে, ষষ্ঠ দফা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভার ইন্দাস ব্লকের ১৭৫ নম্বর বুথে বসেছিলেন তিনি। কিন্তু ফলাফল আর দেখা হল না। মৃত্যু হল তাঁর। মৃতের নাম মধুসূদন ঘোষ।
জানা গিয়েছে, রেমাল দুর্যোগের মাঝেই বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেমালের কারণে ইন্দাস ব্লকের মোলকিরি গ্রামের দুদিন ধরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন ছিল। এই পরিস্থিতিতে বাড়ির পাম্প না চালিয়ে গতকাল বিকালে জেনারেটারের সাহায্যে পাম্প চালিয়ে বাড়ির ওভারহেড ট্যাঙ্কে জল তোলেন মধুসূদন ঘোষ। পরে বিদ্যুতের তার গুছিয়ে রাখছিলেন। সেই সময় আচমকা বিদ্যুৎ চলে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি।
দ্রুত তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন ইন্দাস ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হবে। মৃতের কাকা বীরেন্দ্রনাথ ঘোষ বলেন, “এখানে দুদিন ধরে কারেন্ট নেই। সেই কারণে জেনারেটরের কাজ করছিলাম। তখনই বলি আমার ছেলেকে যে তার গুটিয়ে নিয়ে আয়। সেই সময় ও গিয়ে দেখে ভাইপো পড়ে রয়েছে। দ্রুত হাসপাতালে নিয়ে আসি। সেখানেই ডাক্তাররা বললেন আর নেই।”