BJP MLA: সাইকেলে চেপে গ্রামবাসীদের হাতে ডায়েরি দিলেন বিজেপি বিধায়ক, কী লেখা হবে তাতে?
Niladri Shekhar Dana: ২০২১-এ প্রথমবার ভোটে লড়েই অভিনেত্রী তথা তৃণমূলের অন্যতম সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছিলেন তিনি। এবার পঞ্চায়েতের আগে সামনে এল তাঁর নতুন রণকৌশল।
বাঁকুড়া: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিই হতে চলেছে বিরোধীদের মূল অস্ত্র। শাসক দলকে কোনঠাসা করতে কোনও পথই বাদ রাখছে না বিজেপি। এবার গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের হাতে ডায়েরি তুলে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়ার বিজেপি বিধায়ককে সোমবার এবাবেই ঘুরতে দেখা গেল তাঁর বিধানসভায় এলাকা।
মূলত দুর্নীতির অস্ত্রে শান দিতেই এই পন্থা নিয়েছেন তিনি। তিনি চাইছেন, দুর্নীতি সংক্রান্ত তথ্য আসুক একেবারে গ্রামের অন্দর থেকেই। নেতাদের মুখ থেকে নয়, গ্রামের জনতার কাছ থেকেই সামনে আসুক সেই তথ্য। তাঁরাই জানান দুর্নীতির শিকড় ঠিক কতটা গভীরে।
সোমবার নিজের বিধানসভার কেন্দ্রের বিভিন্ন প্রান্তে সাইকেল চেপেই পৌঁছে যান বিজেপি বিধায়ক। ২০২১-এ প্রথমবার ভোটে লড়েই অভিনেত্রী তথা তৃণমূলের অন্যতম সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছিলেন তিনি। এবার পঞ্চায়েতের আগে সামনে এল তাঁর নতুন রণকৌশল।
উল্লেখ্য, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে সামনে এসেছে তাঁর মেয়ে মৈত্রী দানার নাম। এমনকী সিআইডি জেরার মুখেও একাধিকবার পড়তে হয়েছে মৈত্রী ও নীলাদ্রিকে। যদিও বিজেপি বিধায়ক বারবার রাজনৈতিক প্রতিহিংসা বলে সেই দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছেন।
এ দিনের কর্মসূচি প্রসঙ্গে নীলাদ্রি বলেন, “গ্রামে গ্রামে তৃণমূলের যে সব দুর্নীতি হয়েছে, তা ডায়েরিতে লেখার জন্য গ্রামে গ্রামে ডায়েরি দিলাম।” ওই ডায়েরিগুলিতে যে সব তথ্য উঠে আসবে তা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট দফতরগুলির কাছে পৌঁছে দিতে চান নীলাদ্রি। যদিও তা নিজে দেবেন না। অভিযোগগুলি নথিবদ্ধ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেবেন বিধায়ক। তিনি কেন্দ্রের কাছে পাঠাতে পারবেন সে সব অভিযোগ। বিরোধী দলনেতার পাশাপাশি, ওই ডায়েরি থাকা অভিযোগগুলি একত্র করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও দেবেন বলে জানিয়েছেন নীলাদ্রি।