Amit Shah: অমিত শাহ যতবার বাংলায় আসবেন ততবার এক মিলিয়ন ভোট বাড়বে তৃণমূলের: কল্যাণ
Amit Shah: ১৩ নভেম্বর বাংলার ছয় কেন্দ্রে উপনির্বাচন। শেষবেলার প্রস্তুতিতে ঝাঁপিয়েছে শাসক-বিরোধী সব রাজনৈতিক দলই। জোরকদমে চলছে প্রচার, মনোনয়ন প্রক্রিয়া। ফের ভোটের আবহে তপ্ত হচ্ছে বাংলার মাটি। এরইমধ্যে বাংলায় এসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
বাঁকুড়া: “অমিত শাহ যতবার বাংলায় আসবেন ততবার তৃণমূলের এক মিলিয়ন করে ভোট বাড়বে”, এদিন এ ভাষাতেই বিজেপিকে এক হাত নিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে এসেছিলেন কল্যাণ। সেখানেই রাজ্যের বিধানসভা উপনির্বাচন প্রসঙ্গে এই মন্তব্য করেন। একই সঙ্গে তাঁর দাবি, এই বিধানসভা উপনির্বাচনে গতবারের তুলনায় বেশি ভোটে জিতবে তৃণমূল। কিন্তু কোন রাস্তায় আসবে এই জয়?
কারণ হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি তালডাংরার বিদায়ী বিধায়ক অরূপ চক্রবর্তী ভাল কাজ করেছেন। একইসঙ্গে বিরোধীদের কটাক্ষ করে তাঁর দাবি, বিজেপি নেই। সিপিএম উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। কিন্তু ডাক্তারদের আন্দোলন করতে গিয়ে এবং এর কোলে তার কোলে বসতে গিয়ে দলের নেতারাই সিপিএমটাকে এখন তুলে দিয়েছে।
১৩ নভেম্বর বাংলার ছয় কেন্দ্রে উপনির্বাচন। শেষবেলার প্রস্তুতিতে ঝাঁপিয়েছে শাসক-বিরোধী সব রাজনৈতিক দলই। জোরকদমে চলছে প্রচার, মনোনয়ন প্রক্রিয়া। ফের ভোটের আবহে তপ্ত হচ্ছে বাংলার মাটি। এরইমধ্যে বাংলায় এসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নতুন করে সদস্য সংগ্রহ অভিযানের সূচনাও করেন। ভোটমুখী বাংলায় ফের শাহ আগমণে নতুন করে অক্সিজেন পেয়েছিল পদ্ম শিবির। তারমধ্যেই কল্যাণের খোঁচায় নতুন করে চর্চা শুরু বঙ্গ রাজনীতির আঙিনায়।