Bankura: ডানা মেলছে দানা, আতঙ্কের আবহে বাঁকুড়ায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ১৬

Bankura: আসে দমকলের একটি ইঞ্জিনও। যুদ্ধকালীন তৎপরতায় বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দা। হাত লাগায় দমকলের কর্মীরাও। মাঠে নামে বিষ্ণুপুর থানার পুলিশ। চায়ের দোকানটি বন্ধ থাকায় প্রাণে বেঁচেছেন দোকানদার।

Bankura: ডানা মেলছে দানা, আতঙ্কের আবহে বাঁকুড়ায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ১৬
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2024 | 6:48 PM

বাঁকুড়া: আকাশের মুখভার, ধেয়ে আসছে দানা। ঘূর্ণিঝড়ের ভয়ে কাঁপছে বাংলা। এরইমধ্যে ভয়াবহ পথ দুর্ঘটনা বাঁকুড়া। লরিকে ওভারটেক করতে গিয়ে লরিতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল একটি যাত্রীবোঝাই বাস। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার চুড়ামণিপুর সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। আহতদের আনা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে বিষ্ণুপুর থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস। চূড়ামণিপুর সংলগ্ন এলাকায় একই দিকে যাচ্ছিল একটি লরি। সেই লরিটিকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা একটি বন্ধ চায়ের দোকানে উল্টে যায়। বিকট শব্দে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ।  

আসে দমকলের একটি ইঞ্জিনও। যুদ্ধকালীন তৎপরতায় বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দা। হাত লাগায় দমকলের কর্মীরাও। মাঠে নামে বিষ্ণুপুর থানার পুলিশ। চায়ের দোকানটি বন্ধ থাকায় প্রাণে বেঁচেছেন দোকানদার। তবে বাসে থাকা ১৬ জন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সমস্ত যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের অনুমান অত্যাধিক দ্রুতগতিতে থাকার জন্যই এই দুর্ঘটনা।