ভোটের আগে এটাই মমতার পুরনো অভ্যাস, জানালেন রাজীব
"প্রত্যেকবার নির্বাচনে হারার ভয়ে তিনি (পড়ুন মমতা) একটা করে অজুহাত খাড়া করে রাখেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের ভয়ে একটা অজুহাত দিয়েছিলেন। এবার বুঝতে পেরে গেছেন তিনি হারবেন। তাই তিনি ইভিএম এর অজুহাত খাড়া করে রাখছেন।''
বাঁকুড়া: দিল্লীতে এখন পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এটা বাংলার নির্বাচন। আর বাংলায় পরিবর্তন হবেই। এটা বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী বাংলার সঙ্গে দিল্লিকে জড়াচ্ছেন।” সোমবার বাঁকুড়ার কোতুলপুরে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে আক্রমণ শানালেন তাঁর দলের একসময়ের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী তথা বর্তমান ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এদিন বাঁকুড়ার রতনপুরে সভা থেকে তৃণমূলত্যাগী অধুনা বিজেপি নেতার আরও অভিযোগ, ভোট এলেই নানা অজুহাত খাড়া করা মমতার পুরনো অভ্যাস।
এদিন গেরুয়া শিবিরকে কটাক্ষ হেনে মমতা বলেছেন বিজেপি মানেই মিথ্যার ডুগডুগি বাজায়। বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমরনাথ শাখার সমর্থনে সভা করতে গিয়ে রাজীবের পাল্টা তোপ, “বিজেপি আজ যদি মিথ্যে ডুগডুগি বাজায় তাহলে গত দশ বছরে তিনি (মমতা) যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর কী হল?” তাঁর কটাক্ষ, “যদি দশ বছর সরকার মানুষের জন্য কাজ করে থাকে তাহলে দুয়ারে সরকারের প্রয়োজন হত না।”
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা দলীয় কর্মীদের ইভিএম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গেও তৃণমূল নেত্রীকে নিশানা করেছেন রাজীব। তাঁর কথায়, “প্রত্যেকবার নির্বাচনে হারার ভয়ে তিনি (পড়ুন মমতা) একটা করে অজুহাত খাড়া করে রাখেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের ভয়ে একটা অজুহাত দিয়েছিলেন। এবার বুঝতে পেরে গেছেন তিনি হারবেন। তাই তিনি ইভিএম এর অজুহাত খাড়া করে রাখছেন।”
আরও পড়ুন: মুকুলকে হেলায় হারানো হরিপদ বললেন, ‘রবীন্দ্রনাথের নাতিও কোনওদিন ভোটে জেতেননি’
পাশাপাশি তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানের সমালোচলা করতে শোনা গিয়েছে প্রাক্তন মন্ত্রীকে। তাঁর কথায়, “খেলা হবে মানেটা কী? রাজনীতিটা কি খেলার ময়দান? রাজনীতি একটা সিরিয়াস জিনিস। যেখানে মানুষের জন্য কাজ করতে হবে।” রাজীবের দাবি, তৃনমূলের জনসমর্থন কমেছে, পায়ের তলার মাটি সরে গিয়েছে বুঝতে পেরেই ভীতি প্রদর্শন করার চেষ্টা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, ভোটকেন্দ্রে মানুষকে পৌঁছতে না দিয়ে ভোট লুঠের চেষ্টা করছেন তাঁর ক্যাডাররা।