Bankura: চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, ছুটে এল দমকল-পুলিশ! হাসপাতালে নিয়ে গেলেও আর হল না শেষ রক্ষা

Bankura: আচমকাই কংক্রিটের বড় দেওয়াল ধসে চাপা পড়ে যান শান্তি গরাই নামে ওই শ্রমিক। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের মানুষ। খবর যায় দমকলে। দমকল কর্মীদের পাশাপাশি ছুটে আসে বাঁকুড়া সদর থানার পুলিশও।

Bankura: চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, ছুটে এল দমকল-পুলিশ! হাসপাতালে নিয়ে গেলেও আর হল না শেষ রক্ষা
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2024 | 2:31 PM

বাঁকুড়া: দেওয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু। ঘটনাটি ঘটে সোমবার সকালে বাঁকুড়া শহরের দোলতলা এলাকায়। ঘটনার খবর পেয়ে দমকল ও পুলিশের তৎপরতায় ওই শান্তি গরাই (৩৫) নামে ওই শ্রমিককে উদ্ধার করে। যদিও যতক্ষণে তাঁকে উদ্ধার করা হয় ততক্ষণে আর তাঁর দেহে প্রাণ ছিল না। ঘটনায় শোকের ছায়া পরিবারে। 

শান্তি গরাইয়ের বাড়ি বাঁকুড়া শহরের শ্যামদাসপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া শহরের দোলতলা এলাকায় সুকুমার বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংস্কারের কাজ চলছিল বেশ কয়েকদিক ধরেই। সোমবার সকালে বাড়ি যাওয়ার রাস্তায় একটি গলিতে সংস্কারের কাজ শুরু হয়। কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা। 

এই খবরটিও পড়ুন

আচমকাই কংক্রিটের বড় দেওয়াল ধসে চাপা পড়ে যান শান্তি গরাই নামে ওই শ্রমিক। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের মানুষ। খবর যায় দমকলে। দমকল কর্মীদের পাশাপাশি ছুটে আসে বাঁকুড়া সদর থানার পুলিশও। দেহ উদ্ধারের পর ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য তা বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দমকল কর্মীরা মনে করছেন দেওয়ালের অনেক অংশ খুব পুরনো হওয়ায় ভিতর থেকে দুর্বল হয়ে পড়েছিল। সে কারণেই আচমকা ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে।