বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার ২টি তাজা বোমা, ভোট আবহে উত্তপ্ত ভাটপাড়া
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচন আবহে সন্ত্রাস তৈরিতে শাসক শিবির এই ষড়যন্ত্র করছে। সন্ত্রাস ছড়ানো ভিন্ন এই বোম-বিস্ফোরণের পিছনে আর কোনও উদ্দেশ্য নেই।
উত্তর ২৪ পরগনা: ষষ্ঠ দফায় অর্থাৎ ২২ এপ্রিল নির্বাচন ভাটপাড়ায় (Bhatpara)। তার আগেই বোমাবাজিতে আতঙ্কিত এলাকা। সোমবার সন্ধেয় ৬ টা নাগাদ ভাটপাড়া থানার সামনেই বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে আহত হয় দুই ব্যক্তি। মঙ্গলবার সকালে, ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় দুটি তাজা বোমা। উল্লেখ্য, গত সন্ধ্যার বোমাবাজিতে (bomb Blast) ভাটপাড়া পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান মকসুদ আলমের বাড়ির জানলা ভেঙে যায়।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে, ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে বোমস্কোয়াড। জানা গিয়েছে, থানার পিছনে রয়েছে মসজিদ। সংখ্যালঘুদের বাস গোটা এলাকা জুড়ে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই এলাকায় কী ধরনের বোমা (Bomb) দিয়ে বিস্ফোরণ ঘটানো হল বা আরও বড় কোনও নাশকতার ছক আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে বোমার আঘাতে যে দুই ব্যক্তি আহত হয়েছে তা নিয়ে মুখ খুলতে নারাজ পুলিশ ও প্রশাসন।
ভাটপাড়া পুরসভার বিদায়ী চেয়ারম্যানের দাবি, কেউ বা কারা বোমা বাঁধছিল, সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে। তবে, তাঁর বাড়ির ক্ষতি হলেও আহতদের নিয়ে মুখ খোলেননি বিদায়ী পুরপদকর্তা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচন আবহে সন্ত্রাস তৈরিতে শাসক শিবির এই ষড়যন্ত্র করছে। সন্ত্রাস ছড়ানো ভিন্ন এই বোম-বিস্ফোরণের পিছনে আর কোনও উদ্দেশ্য নেই।
তবে, ভোটের আগে এই বোমা বিস্ফোরণ উসকে দিয়েছে ২০১৯-এর স্মৃতি। সে বার লোকসভা ভোটের সময়ে ভাটপাড়ায় বোমাবাজি ছিল নিত্যদিনের ঘটনা। যার জেরে মাসখানেক প্রায় গোটা ভাটপাড়া অবরুদ্ধ হয়ে পড়ে। সোমবার সন্ধ্যার সেই বিস্ফোরণ যেন উসকে দিল সেই স্মৃতিই।
আরও পড়ুন: ভরসন্ধ্যায় ভাটপাড়া থানার নাকের ডগায় বিস্ফোরণ, ভাঙল বাড়ির কাচ, আহত দুই