TMC-BJP: ফের দিনহাটায় গুলি, বিজেপি বলছে তৃণমূল চালিয়েছে

TMC-BJP: উত্তপ্ত দিনহাটা। তৃণমূলের সহায়তা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে, গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী।

TMC-BJP: ফের দিনহাটায় গুলি, বিজেপি বলছে তৃণমূল চালিয়েছে
উত্তেজনা এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2024 | 10:19 PM

দিনহাটা: দিনহাটায় তৃণমূলের সহায়তা ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অপরদিকে বিজেপি কর্মীদের উপর গুলি ছোড়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দিনহাটায়। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতে। শোরগোল এলাকার রাজনৈতিক মহলে।

মাতালহাট অঞ্চলে চলা তৃণমূলের ওই সহায়তা ক্যাম্প ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের এক কর্মীকেও বেধড়ক মারধর করা হয়েছে। আহত তৃণমূল কর্মী মফিজুল মিঁঞা প্রামাণিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত, এদিন সকাল থেকে মাতালহাটে তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র চলছিল। এলাকারই বেশ কিছু তৃণমূল কাজ দেখভাল করছিলেন। অভিযোগস আচমকা সেই সময় বিজেপির কর্মী সমর্থকরা সেখানে চড়াও হয়। ভাঙচুর চালায় ওই ক্যাম্পে। তপ্ত হয়ে ওঠে এলাকা। রাজনৈতিক মহলেও শোরগোল শুরু হয়ে যায়। 

খবর পেয়ে সেখানে যান সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তৃণমূলের অভিযোগ, দলের নেতারা ক্যাম্পে থাকাকালীন ফের হামলা চালায় পদ্ম শিবিরের লোকজন। পুনরায় বিজেপি নেতা অজয় রায় এবং গ্রাম পঞ্চায়েত প্রধান মানব বর্মনের নেতৃত্বে বিজেপির কর্মীরা সেখানে চড়াও হয়। যদিও সেই অভিযোগ মানতে নারাজ বিজেপি।  বিজেপি নেতা অজয় রায়ের অভিযোগ, বিজেপি কর্মীদের উপর তৃণমূলের লোকজনই গুলি চালিয়েছে। ঢিল ছুড়েছে। নিজেরাই এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দিনহাটা থানার পুলিশ।