Sandeshkhali: শাহজাহানকে ‘ফাঁসানো’ হয়েছে, না থাকলে দলের ‘ক্ষতি’, দাবি উদয়নের

Sheikh Sahajahan: শাহজাহান দলে না থাকলে, দলের ক্ষতি সেকথা মানছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। সরাসরি সে কথা না বললেও নিজের মন্তব্যেই সে কথা বুঝিয়ে দিয়েছেন উদয়ন। তাঁর বক্তব্য, 'যদি শেখ শাহজাহান নাও হয় , যদি অন্য কেউও হয়, তাহলেও দলের ক্ষতি হবে। একটা লোক যদি নির্বাচনের সময় আমাদের দলে না থাকে, সেটা তো দলের ক্ষতি। সেটা শেখ শাহজাহান হোক বা অন্য কেউ হোক।'

Sandeshkhali: শাহজাহানকে 'ফাঁসানো' হয়েছে, না থাকলে দলের 'ক্ষতি', দাবি উদয়নের
শাহজাহান প্রসঙ্গে উদয়ন গুহImage Credit source: Facebook and TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 29, 2024 | 6:47 PM

কোচবিহার: সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্যের পুলিশ। তৃণমূল শিবির থেকেও তাঁকে আগামী ৬ বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তবে শাহজাহান দলে না থাকলে, দলের ক্ষতি সেকথা মানছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। সরাসরি সে কথা না বললেও নিজের মন্তব্যেই সে কথা বুঝিয়ে দিয়েছেন উদয়ন। তাঁর বক্তব্য, ‘যদি শেখ শাহজাহান নাও হয় , যদি অন্য কেউও হয়, তাহলেও দলের ক্ষতি হবে। একটা লোক যদি নির্বাচনের সময় আমাদের দলে না থাকে, সেটা তো দলের ক্ষতি। সেটা শেখ শাহজাহান হোক বা অন্য কেউ হোক।’ মন্ত্রী উদয়ন গুহর অবশ্য আরও সংযোজন, দল সেই ‘ক্ষতি’ অন্যভাবে ‘মেক আপ’ করে নিতে পারবে।

শুধু তাই নয়, মন্ত্রী উদয়ন গুহ এও মনে করছেন যে শেখ শাহজাহান ‘ভুলের শিকার’। এদিন বিকেলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল শেখ শাহজাহানের গ্রেফতারির নেপথ্যে কোনও চক্রান্তের গন্ধ পাচ্ছেন কি না তিনি। সেই প্রশ্ন শুনেই মন্ত্রীর সটান জবাব, ‘চক্রান্তের শিকার কি না জানি না, কিন্তু ভুলের শিকার তো বটেই। বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ইডির গায়ে হাত পড়েছে। সেটার পর থেকে এসব ঘটনাগুলো ঘটে গেল। আগে কখনও শেখ শাহজাহানের বিরুদ্ধে এসব অভিযোগ আমি শুনিনি।’

উল্লেখ্য, বৃহস্পতিবারই ভোররাতে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন শাহজাহানের। এর কয়েক ঘণ্টা পরই তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠকে বসেন ডেরেক ও’ব্রায়েন, ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদাররা। ঘোষণা করা হয় দলগত সিদ্ধান্তের কথা। ৬ বছরের জন্য শেখ শাহজাহানকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। একদিকে যখন তৃণমূলের নেতৃত্ব শাহজাহানকে দল থেকে সাসপেন্ড করছে, তখন উত্তরবঙ্গে বসে রাজ্যের মন্ত্রী ব্যাখ্যা দিচ্ছেন শাহজাহান ‘ভুলের শিকার’।