Dinajpur: ৫০ হাজার টাকার শব্দবাজি বাজেয়াপ্ত পুলিশের, চলছে অভিযান
Dinajpur: বালুরঘাট হাই স্কুল মাঠে পরিবেশবান্ধব বাজি বাজার বসেছে। তারপরও গোপনে তহবাজারে বিক্রি করা হচ্ছিল নিষিদ্ধ শব্দ বাজি। এরপরই কালীপুজোর দিন বালুরঘাট থানার পুলিশ অভিযান চালায় ওই এলাকায়।
বালুরঘাট: শব্দবাজি নিষিদ্ধ। চলছে অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে শহরের তহবাজার তৃপ্তি কেবিন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চার বস্তা নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ। উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজির বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
বালুরঘাট হাই স্কুল মাঠে পরিবেশবান্ধব বাজি বাজার বসেছে। তারপরও গোপনে তহবাজারে বিক্রি করা হচ্ছিল নিষিদ্ধ শব্দ বাজি। এরপরই কালীপুজোর দিন বালুরঘাট থানার পুলিশ অভিযান চালায় ওই এলাকায়। অভিযানে উদ্ধার হয় চকলেট বোমা, লঙ্কা ফটকা, স্কাই বোমা। উদ্ধার হওয়া সবগুলি ওই নিষিদ্ধ শব্দবাজি। নিষিদ্ধ শব্দবাজি রুখতে বালুরঘাট শহর জুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। সেই অভিযানে উদ্ধার হয়েছে বিশাল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি। যদিও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।