Tapan: প্রতিবেশীর বিয়েতে নিমন্ত্রিত ছিল, মধ্যরাতে কিশোরীর অবস্থা দেখে হতভম্ব পরিবার

Tapan: মঙ্গলবার রাতে গ্রামে এক বাড়িতে বিয়ে ছিল। সেই বিয়েবাড়িতে নিমন্ত্রিত ছিল কিশোরী। পরিবারের দাবি, সকাল থেকে বিয়ের কাজের জন্য সেই বাড়িতেই ছিল সে। কিন্তু রাত বারোটার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

Tapan: প্রতিবেশীর বিয়েতে নিমন্ত্রিত ছিল, মধ্যরাতে কিশোরীর অবস্থা দেখে হতভম্ব পরিবার
তপনে কিশোরীর দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2024 | 11:36 AM

দক্ষিণ দিনাজপুর: গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলছে কিশোরীর দেহ। বুধবার সকালে দক্ষিণ দিনাজপুরের তপনের আজমতপুর এলাকা থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিশোরীকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপাতত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গ্রামে এক বাড়িতে বিয়ে ছিল। সেই বিয়েবাড়িতে নিমন্ত্রিত ছিল কিশোরী। পরিবারের দাবি, সকাল থেকে বিয়ের কাজের জন্য সেই বাড়িতেই ছিল সে। কিন্তু রাত বারোটার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সমস্ত জায়গাতে খোঁজ করেছিলেন কিশোরীর। সকালে থানায় নিখোঁজ ডায়েরি করার কথাও ভেবেছিলেন। কিন্তু তার আগেই গাছ থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, যে গাছে কিশোরীর দেহ উদ্ধার হয়, সেখান থেকে মোবাইলও উদ্ধার হয়। পরিবারের দাবি, কোনওভাবেই আত্মহত্যা করতে পারে না তাঁদের মেয়ে। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়ারই অভিযোগ তুলেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।  বিয়েবাড়িতে এমন কী ঘটেছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।