Naxalbari: ভাঙচুর-আগুন-লুঠপাট, আদিবাসী যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ নকশালবাড়ি

Naxalbari: খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। রাধা ও তাঁর প্রতিবেশীদের বাড়িতে চলে ব্যাপক ভাঙচুর। তারপর ওই এলাকার একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে খাক হয়ে যায় সর্বস্ব।

Naxalbari: ভাঙচুর-আগুন-লুঠপাট, আদিবাসী যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ নকশালবাড়ি
উত্তপ্ত নকশালবাড়ি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2023 | 2:45 PM

শিলিগুড়ি: আদিবাসী যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত নকশালবাড়ি। হাতিঘিসায় এক আদিবাসী যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। অভিযুক্তদের বাড়িতেও চলে ভাঙচুর। টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। ঘটনাস্থলে রয়েছেন বিডিও ও পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। জানা যাচ্ছে, পিটিয়ে খুনে অভিযুক্তের নাম রাধা ওঁরাও। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুধীর নাগাসিয়া।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। এলাকায় একটি বাইকের সঙ্গে টেম্পোর ধাক্কা লাগে। দুর্ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয়। তা নিয়েই সংঘর্ষ। অভিযোগ, ঘটনার পর থেকে রাধা ও তাঁর সহযোগীরা মৃত যুবককে এলাকা থেকে তুলে নিয়ে যায়। বুধবার ভোরে ওই এলাকা থেকেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, রাধাই ওই যুবককে পিটিয়ে খুন করেছেন। সকাল থেকে রাধা ও তার পরিবারের সদস্যদেরও খুঁজে পাননি স্থানীয় বাসিন্দারা। আর তাতেই সন্দেহ আরও বেড়ে যায়।

খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। রাধা ও তাঁর প্রতিবেশীদের বাড়িতে চলে ব্যাপক ভাঙচুর। তারপর ওই এলাকার একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে খাক হয়ে যায় সর্বস্ব। এরপর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। অগ্নিগর্ভের চেহারা নেয় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। পরিস্থিতি সামলাতে আরও বাহিনী ঘটনাস্থলে যায়। যান এলাকার বিডিও।

স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে,গ্রেফতারির আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিডিও জানিয়েছেন, শেষ পর্যন্ত জানা যাচ্ছে অভিযুক্ত নেপালের দিকে পালিয়ে গিয়েছে। পুলিশ সেখানে গিয়েছে। দ্রুত গ্রেফতার হবে। সাতটি বাড়িতে ভাঙচুর চলেছে। ক্ষতিপূরণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।