Pujoy Pulse: টিভি ৯ বাংলা পুজোয় পালস সম্মানিত করল মৃৎশিল্পী সুশান্ত পালকে
Pujoy Pulse:মৃৎশিল্পী সুশান্ত পাল বলেন, "বাবা ছোট করে প্রতিমা তৈরি করতেন। সঙ্গে সরকারি চাকরি করতেন। ছোটবেলা থেকে বাবার হাতেই হাতেখড়ি।" শিলিগুড়িতে কলেজের পাঠ শেষ করার পর মূর্তি গড়ায় স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর অন্য আঙ্গিকে কাজ শুরু করেন তিনি। সুশান্তবাবু বলেন, "এই কাজে ভীষণ কষ্ট। এই লাইনে লেবার প্রবলেম প্রচুর। তবুও সব বিষয় উপেক্ষা করেই এগিয়ে যাচ্ছি।"
শিলিগুড়ি: ছোটবেলা থেকেই আঁকিবুঁকির টান ছিল মৃৎশিল্পী সুশান্ত পালেন। বাবা রঞ্জিত পাল পেশায় সরকারি কর্মী হলেও সখে মূর্তি বানাতেন। তা দেখেই আগ্রহ বাড়ে সুশান্তর। টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২ তাঁকে সম্মানিত করল।
মৃৎশিল্পী সুশান্ত পাল বলেন, “বাবা ছোট করে প্রতিমা তৈরি করতেন। সঙ্গে সরকারি চাকরি করতেন। ছোটবেলা থেকে বাবার হাতেই হাতেখড়ি।” শিলিগুড়িতে কলেজের পাঠ শেষ করার পর মূর্তি গড়ায় স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর অন্য আঙ্গিকে কাজ শুরু করেন তিনি। সুশান্তবাবু বলেন, “এই কাজে ভীষণ কষ্ট। এই লাইনে লেবার প্রবলেম প্রচুর। তবুও সব বিষয় উপেক্ষা করেই এগিয়ে যাচ্ছি।”
এ দিন টিভি৯ বাংলা পুজোয় পালস সিজন ২ সম্মান জানাল সুশান্ত পালকে। তিনি বলেন,”টিভি ৯ বাংলা পুজোয় পালসকে উদ্যোগ জানাই। তবে শুধু আমায় নয়, আমি চাইব জেলার বাকি মৃৎশিল্পীদেরও যেন এই উদ্যোগ জানানো হয়। কারণ এই সম্মানটা তাঁদের উৎসবমুখী করবে। পালসের এই সম্মান পেয়ে আমি ভীষণ ভাবে আপ্লুত।”