Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘যখন দুর্গাপুজোয় যাই তখন তো প্রশ্ন করেন না?’, ফুরফুরা থেকে সমালোচকদের একহাত নিলেন মমতা

CM Mamata Banerjee: আরও একবার সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, "আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি। আমি দোলের ও শুভেচ্ছা জানিয়েছি। আল্লাহ সকলের ভাল করুন এই দোয়া করছি।"

Mamata Banerjee: 'যখন দুর্গাপুজোয় যাই তখন তো প্রশ্ন করেন না?', ফুরফুরা থেকে সমালোচকদের একহাত নিলেন মমতা
ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Mamata Banerjee's Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2025 | 9:10 PM

কলকাতা: সোমবার ফুরফুরা শরিফে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন তা নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি। বিরোধীরা অভিযোগ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার জন্যই সেখানে গিয়েছেন। এই নিয়েই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

এ দিন, ফুরফুরায় ইফতার পার্টিতে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ কিছু কিছু সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে এ দিনের এই ইফতারের আয়োজন কী রাজনৈতিক? ভোটের সমীকরণ? আমি কিন্তু সব উৎসবে যাই। সম্প্রীতি, ঐক্য থাকুক এটাই চাই।” এরপরই মমতার প্রশ্ন, “আমি যখন দুর্গাপুজোয় যাই তখন তো এই প্রশ্ন করেন না? কালী পুজো করলে এই প্রশ্ন করেন না? আমি খ্রিষ্টানদের অনুষ্ঠানে যাই। ইফতার নিজে করি। আমি পঞ্জাবিদের গুরুদ্বারেও যাই।”

আরও একবার সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, “আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি। আমি দোলের ও শুভেচ্ছা জানিয়েছি। আল্লাহ সকলের ভাল করুন এই দোয়া করছি।”

এ দিনের ইফতার পার্টিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে দেখা যাবে কি না সেই নিয়েও কম জল্পনা হয়নি। তবে এ দিনের ইফতার পার্টিতে দেখা যায়নি তাঁকে। এ দিন, বেশ কয়েকটি বিষয় উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি আজ সবগুলো উদ্ধোধন করে দিলাম। আজ আবু বকর সিদ্দিকির মৃত‍্যুদিন। আমি আজ কয়েকটি জিনিসের উদ্ধোধন করে দেব। বাকি পলিটেকনিক কলেজের কথা বলেছেন। সেটি আমি পরে করে দেব। পলিটেকনিক কলেজ এবং হাসপাতাল আবু বকর সিদ্দিকির নামেই হবে।”