AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttarpara: নেশামুক্তি কেন্দ্রে ভয়ঙ্কর ঘটনা, শিলনোড়া দিয়ে মালিকের মাথা থেঁতলে পলাতক ২ আবাসিক

Murder in Rehabiliatation centre: পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিলেন। তাঁদের ছাড়তে রাজি ছিলেন না মদন। তাই নিয়ে বচসা হয়। এদিন ভোরে রান্নাঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে এসে নেশামুক্তি কেন্দ্রের মালিকের উপর চড়াও হন অভিযুক্ত আবাসিকরা।

Uttarpara: নেশামুক্তি কেন্দ্রে ভয়ঙ্কর ঘটনা, শিলনোড়া দিয়ে মালিকের মাথা থেঁতলে পলাতক ২ আবাসিক
মদন রানা (বাঁদিকে), ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 12, 2025 | 12:00 PM
Share

উত্তরপাড়া: শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে খুন। অভিযুক্ত নেশামুক্তি কেন্দ্রেরই ২ আবাসিক। মৃতের নাম মদন রানা। অন্য আবাসিকদের একটি ঘরে তালা দিয়ে মদন রানার উপর হামলা চালানো হয়। ঘটনাটি হুগলির উত্তরপাড়ার। অভিযুক্ত ২ আবাসিক পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

উত্তরপাড়ার এগারো নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় টাইম টু চেঞ্জ নামে ওই নেশামুক্তি কেন্দ্র রয়েছে। যার মালিক মদন রানা। মদনের স্ত্রী দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তবে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শুক্রবার ভোরে ওই কেন্দ্রের দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে দেন বলে অভিযোগ। অন্য এক আবাসিককেও মারধর করে পালিয়ে যান তাঁরা।

ঘটনার খবর পেয়ে মদনের মা ও দিদি নেশামুক্তি কেন্দ্রে যান। রক্তাক্ত জখম অবস্থায় মদনকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মদন রানার বিরুদ্ধেও এর আগে প্রতারণার অভিযোগ ছিল। গ্রেফতারও হয়েছিলেন। তিনি নিজেও নেশা করতেন। বছর পাঁচেক আগে উত্তরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র খোলেন।

ওই নেশামুক্তি কেন্দ্রের এক আবাসিক বলেন, “আমরা কুড়ি জনের মতো ওই নেশামুক্তি কেন্দ্রে থাকি। এদিন সকালে প্রার্থনার পর আমরা একটি ঘরে ছিলাম। বাইরে থেকে ঘর বন্ধ করে দেয় ওই ২ জন। তারপর আওয়াজ শুনে আমরা গেট ভেঙে ভিতরে ঢুকি। দেখি, দাদার মাথা থেঁতলে দিয়েছে। ধরতে গেলে আমাদের মেরে ওরা পালিয়ে যায়।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিলেন। তাঁদের ছাড়তে রাজি ছিলেন না মদন। তাই নিয়ে বচসা হয়। এদিন ভোরে রান্নাঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে এসে নেশামুক্তি কেন্দ্রের মালিকের উপর চড়াও হন অভিযুক্ত আবাসিকরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। অভিযুক্তদের বাড়ি দমদম বেলঘরিয়া এলাকায় বলে জানা গিয়েছে। তাঁদের গ্রেফতার করতে তৎপর হয়েছে পুলিশ।