Sacked Teacher: পুজোর মাসে বেতন পাননি চাকরিহারা সুমন, আজ বাড়িতে গেল কংগ্রেসের প্রতিনিধি দল
Sacked Teacher: সুমন জানান, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর কাছে আর্জি তাঁদের চিঠি দেওয়া হয়েছে। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো প্রসঙ্গ সংসদের অধিবেশনে তুলতে। সোনিয়া রাহুলের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি যোগ্য শিক্ষকদের বাঁচানোর আর্জি জানান কংগ্রেস সভাপতির কাছে।

হুগলি: পুজোর মাসে বেতন পাননি চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়িতে কংগ্রেস প্রতিনিধি দল। কংগ্রেস প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়,হুগলি জেলা সভাপতি সুব্রত মুখোপাধ্যায় ও কংগ্রেস নেতৃত্ব। ফোনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সুমন বিশ্বাসের সঙ্গে কথা বলেন। সুমন জানান, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর কাছে আর্জি তাঁদের চিঠি দেওয়া হয়েছে। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো প্রসঙ্গ সংসদের অধিবেশনে তুলতে। সোনিয়া রাহুলের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি যোগ্য শিক্ষকদের বাঁচানোর আর্জি জানান কংগ্রেস সভাপতির কাছে।
সুমনের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে কংগ্রেস নেতা আশুতোষ বলেন, “সুমন একজন যোগ্য চাকরিহারা শিক্ষক। তার মতো আরও অনেকের রয়েছে। আমরা শুধু বলতে এসেছি যে লড়াই টা ওরা লড়ছে সেটা লড়তে হবে।যারা যোগ্য তাদের রাস্তায় ঘুরতে হচ্ছে এটা মেনে নেওয়া যায় না।এটা নেয়ের লড়াই অন্যায়ের বিরুদ্ধে আমরা ওর পাশে আছি। আমরা পরিবারের সাথেও কথা বলেছি।”
সুমন বিশ্বাস বলেন, “আমরা কংগ্রেস প্রতিনিধি দলের কাছে এই আবেদন করেছি, যাতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতৃত্ব সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারি।কারণ তাঁরা লোকসভায় বিরোধী পক্ষ। রাহুল গান্ধী সংবিধান রক্ষা যাত্রা করছেন। আমাদের জীবন জীবিকা চলে যাচ্ছে, সেটা রক্ষা করতে না পারলে সংবিধান রক্ষা হবে না। তাই তাঁদের কাছে আবেদন, তাঁরা যেন যোগ্যতে চাকরি বাঁচানোর জন্য চেষ্টা করেন।”
পুজোর মাসে বেতন পাননি সুমন। সে প্রসঙ্গে তাঁর বক্তব্য, অগস্ট মাসে আংশিক বেতন কেটে নেওয়া হয়েছিল। পুজোর মাসে পুরো বেতনই কেটে নিয়েছে। এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি স্কুলে যাননি। তবে তারপর কয়েকদিন স্কুলে গিয়েছেন।যদি দু’একদিনও স্কুল করে থাকেন, সেই বেতনও তো পাওয়ার কথা তাঁদের, এটাই দাবি সুমনের। সুমনের অভিযোগ, তাঁর গোটা পরিবারকে অনাহারে মারতে চাইছে রাজ্য সরকার। তবে কোনওভাবেই তাঁকে দামানো যাবে না। দুর্নীতির বিরুদ্ধে এবং চাকরি ফেরানোর দাবিতে তাঁদের আন্দোলন চলবে।
