AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC News: ‘ভালবেসে’ ISF-এ যাওয়া শওকত ঘনিষ্ঠের দাদার তৃণমূলে ‘ঘর ওয়াপসি’, ৪৮ ঘণ্টায় হাওয়া বদল ফুরফুরায়

ISF vs TMC, Furfura Sharif: চলতি সপ্তাহের শুক্রবার এই ফুরফুরা শরিফে গিয়েই শওকতের ঘরে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন এলাকায় শওকত ঘনিষ্ঠ বলে পরিচিত ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা খাইরুল ইসলামের দাদা আসরাফ আলী মোল্লা।

TMC News: 'ভালবেসে' ISF-এ যাওয়া শওকত ঘনিষ্ঠের দাদার তৃণমূলে 'ঘর ওয়াপসি', ৪৮ ঘণ্টায় হাওয়া বদল ফুরফুরায়
তৃণমূল কংগ্রেস নেতা খাইরুল ইসলামImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jun 29, 2025 | 11:39 PM
Share

হুগলি: ফুরফুরায় বিভ্রাট। প্রথমে আইএসএফ, তারপর আবার তৃণমূলে ‘রিটার্ন’। সামনেই বাংলায় নির্বাচন। তার আগে ফুরফুরায় কত হাওয়া বদল হচ্ছে, তা বাংলার শাসকদলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানের হাওয়া যদি তৃণমূল স্তর ঘেঁষে ঘাসফুলকে দোলায়, তা হলে ভোটেও অনেকটাই লাভ হতে পারে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আর সেই ফুরফুরার অন্দরে যদি দল নিয়ে বিভ্রাট তৈরি হয়? শওকত ঘনিষ্ঠ নেতার দাদা যদি এদিক-ওদিক লাফায়, তখন কি অস্বস্তি তৈরি হয় না? এই প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। কিন্তু ওয়াকিবহাল মহল বলে, অস্বস্তি অবশ্যই তৈরি হয়।

চলতি সপ্তাহের শুক্রবার এই ফুরফুরা শরিফে গিয়েই শওকতের ঘরে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন এলাকায় শওকত ঘনিষ্ঠ বলে পরিচিত ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা খাইরুল ইসলামের দাদা আসরাফ আলী মোল্লা। তাকে দলে টেনে নিয়েছিল আইএসএফ। দক্ষিণ ২৪ পরগণা আইএসএফ জেলা সভাপতি মালেক মোল্লার হাত ধরে ফুরফুরা শরিফে দলবদল করেন তিনি। হাত শক্ত হয় নওশাদের। তবে বেশিদিন নয়।

‘ভালবেসে’ আইএসএফে যাওয়া নেতাই আবার ফিরেছেন তৃণমূলে। এককথায় ‘ঘর ওয়াপসি’ হয়েছে তার। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর ‘ট্রেন্ডে’ আসা শব্দবন্ধনী, যা ঢুকে গিয়েছিল ‘হিমঘরে’। আসরাফ যেন সেটাকেই আবার চাগাড় দিয়ে টেনে আনলেন। শুক্রবার তৃণমূল ছেড়ে আইএসএফ। রবিবার আবার আইএসএফ ছেড়ে তৃণমূলে ফিরলেন শওকত ঘনিষ্ঠ নেতা খাইরুল ইসলামের দাদা আসরাফ আলী মোল্লা।

দাদার ফিরে আসায় বেশ খুশি হয়েছেন খাইরুল ইসলাম। এদিন তিনি বলেন, ‘বিভ্রান্ত করে ওকে ফুরফুরায় নিয়ে গিয়ে আইএসএফে যোগ দেওয়ানো হয়। তারপর ভাঙড় জুড়ে এই ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। তবে আজ আবার উনি ফিরে এসেছেন।’ সূত্রের খবর, এই আইএসএফে যোগ দেওয়ার পর থেকেই ঘরছাড়া হয়েছিলেন আসরাফ। রবিবার তৃণমূলে ‘ঘর ওয়াপসির’ আগে নিজের বাড়িতে যায় সে। তারপর শাসক শিবিরে যোগদান।