Suman Biswas: ‘আমরা এই সিস্টেমের শিকার’, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে ফের একবার ক্ষোভ উগরে দিলেন সুমন
Suman Biswas on SSC: এসএসসি বলছে এবার পরীক্ষায় বসছেন মোট ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী। গত রবিবার হয়েছিল এসএসসি-র নবম-দশমের পরীক্ষা। এদিন হচ্ছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। মোট শূন্যপদ ১২ হাজার ৫১৪।

হুগলি: একটানা আন্দোলন করেছেন। গর্জে উঠেছেন সরকারের বিরুদ্ধে। ডাকও পেয়েছেন পুলিশের। শেষ পর্যন্ত একাদশ-দ্বাদশের নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। সিট পড়েছে হুগলি উইমেন্স কলেজে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে ফের একবার ক্ষোভ উগরে দিলেন সিস্টেমের বিরুদ্ধে। সাফ বললেন, আজকে পরীক্ষার পর নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি হবে। যোগ্যদের তালিকা প্রকাশ এবং তাদের চাকরিতে বহাল রাখার দাবিতে হবে আরও জোরাল আন্দোলন। যদি চাকরিহারা শিক্ষকরা বাদ যায় তাহলে আমরণ চলবে আন্দোলন।
এসএসসি বলছে এবার পরীক্ষায় বসছেন মোট ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী। গত রবিবার হয়েছিল এসএসসি-র নবম-দশমের পরীক্ষা। এদিন হচ্ছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। মোট শূন্যপদ ১২ হাজার ৫১৪। আবেদনকারী ২ লক্ষ ৪৬ হাজার। এসএসসি। এসএসসি-র নবম দশমের পরীক্ষাও দিয়েছেন সুমন বিশ্বাস। এদিন দিচ্ছেন একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষাও।
এদিন পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে একরাশ আক্ষেপ নিয়ে সুমন বলেন, “আমরা যোগ্য হওয়ার পরেও একই নির্ণায়ক মানের পরীক্ষা দিতে হচ্ছে। আমরা এই সিস্টেমের শিকার। দুর্নীতির ভয়াবহ যে রূপ, তার যে কুপ্রভাব রয়েছে সমাজে তার প্রভাব আমাদের উপর দিয়ে যাচ্ছে।”
