Howrah: লোকালের পিছনের হঠাৎ এসে গেল এক্সপ্রেস, তারপর….
Howrah: বুধবার সকাল দশটা বেজে দশ নাগাদ সাঁতরাগাছি থেকে পাঁশকুড়া যাচ্ছিল লোকাল ট্রেনটি। এবার দক্ষিণ-পূর্ব রেল শাখার কুলগাছিয়া স্টেশনের কাছে যান্ত্রিক গোলযোগের কারণে দাঁড়িয়ে পড়ে। এবার ট্রেন কেন দাঁড়িয়ে পড়েছে তার জন্য় লোকাল ট্রেনের ভিতরে সে সময় চাপানউতোর তৈরি হয়।

হাওড়া: বড় দুঘর্টনার হাত থেকে রক্ষা পেল দু’টি লোকাল ট্রেন ও এক্সপ্রেস। বলা যায় বড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা। জানা যাচ্ছে, দাঁড়িয়ে থাকা লোকালের পিছনে চলে আসে এক্সপ্রেস ট্রেনটি। তবে ধাক্কা মারার আগেই থেমে যায় এক্সপ্রেস। ফলত, দুর্ঘটনা থেকে রক্ষা পায় সেটি।
কী ঘটেছে?
বুধবার সকাল দশটা বেজে দশ নাগাদ সাঁতরাগাছি থেকে পাঁশকুড়া যাচ্ছিল লোকাল ট্রেনটি। এবার দক্ষিণ-পূর্ব রেল শাখার কুলগাছিয়া স্টেশনের কাছে যান্ত্রিক গোলযোগের কারণে দাঁড়িয়ে পড়ে। এবার ট্রেন কেন দাঁড়িয়ে পড়েছে তার জন্য় লোকাল ট্রেনের ভিতরে সে সময় চাপানউতোর তৈরি হয়।
রেল সূত্রে খবর, এরই মধ্যে হাওড়া আর্দ্রা ভায়া ভদ্রক এক্সপ্রেস এসে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেনের পিছনে। অর্থাৎ একই লাইনে পরপর দুটি ট্রেন চলে আসে। তবে বিপদ কিছু হয়নি। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় রেলের কর্মীরা। আধ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। বর্ধমানের ঝাপানডাঙা স্টেশনের আগে দাঁড়িয়ে পড়ে একটি মালগাড়ি। ঠিক তার পিছনে এসে থেমে যায় ১২৩৩৭ আপ হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। মাঝপথে ট্রেন দাঁড়িয়ে পড়তেই যাত্রীরা ভয়ে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন। কোনও কোনও যাত্রী ট্রেন থেকে লাফ মেরে লাইনে নেমে পড়েন। সেই সময়ও চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।





