Howrah Station: তিন ব্যাগেই যেন ‘গুপ্তধন’, হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রচুর গয়না ও নগদ ৩৩ লক্ষের বেশি টাকা

Howrah Station: হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রচুর পরিমাণে রূপোর গয়না এবং নগদ ৩৩ লক্ষ ২২ হাজার টাকা। যা নিয়েই ব্যাপক চাঞ্চল্য স্টেশন চত্বরে।

| Edited By: | Updated on: Oct 20, 2022 | 10:16 PM
হাওড়া স্টেশন (Howrah Station) থেকে উদ্ধার প্রচুর রূপোর গয়না ও নগদ ৩৩ লক্ষ ২২ হাজার টাকা। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনের আরপিএফ অফিসারের কাছে গোপন সূত্রে খবর আসে পার্সেল অফিসের কাছে তিনটি চটের ব্যাগ রাখা আছে।

হাওড়া স্টেশন (Howrah Station) থেকে উদ্ধার প্রচুর রূপোর গয়না ও নগদ ৩৩ লক্ষ ২২ হাজার টাকা। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনের আরপিএফ অফিসারের কাছে গোপন সূত্রে খবর আসে পার্সেল অফিসের কাছে তিনটি চটের ব্যাগ রাখা আছে।

1 / 6
একটু খোঁজখবর নিতেই জানা গেল এই চটের বস্তা গুলি পূর্বা এক্সপ্রেসে দিল্লিতে যাওয়ার জন্য বুকিং করা হয়েছিল। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান আরপিএফ জওয়ানরা।

একটু খোঁজখবর নিতেই জানা গেল এই চটের বস্তা গুলি পূর্বা এক্সপ্রেসে দিল্লিতে যাওয়ার জন্য বুকিং করা হয়েছিল। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান আরপিএফ জওয়ানরা।

2 / 6
ওই ব্যাগগুলির মালিকের অনেক খোঁজ করার পরেও তাকে খুঁজে যায়নি। ব্যাগগুলি খুলতেই নগদ ৩৩ লক্ষ ২২ হাজার টাকা এবং প্রায় ৪৫ কেজি রূপোর গয়না উদ্ধার হয়।

ওই ব্যাগগুলির মালিকের অনেক খোঁজ করার পরেও তাকে খুঁজে যায়নি। ব্যাগগুলি খুলতেই নগদ ৩৩ লক্ষ ২২ হাজার টাকা এবং প্রায় ৪৫ কেজি রূপোর গয়না উদ্ধার হয়।

3 / 6
আরপিএফ এর পক্ষ থেকে সমস্ত নগদ টাকা এবং গয়না রাজ্য সরকারের শুল্ক দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।

আরপিএফ এর পক্ষ থেকে সমস্ত নগদ টাকা এবং গয়না রাজ্য সরকারের শুল্ক দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।

4 / 6
তবে এই প্রথম নয়। সাম্প্রতিককালে বেশ কয়েকবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। গ্রেফতারও হয়েছে বেশ কয়েকজন। এবার নতুন করে টাকা-গয়না উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে।

তবে এই প্রথম নয়। সাম্প্রতিককালে বেশ কয়েকবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। গ্রেফতারও হয়েছে বেশ কয়েকজন। এবার নতুন করে টাকা-গয়না উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে।

5 / 6
আরপিএফ সূত্রে খবর, হাওয়ালা ব়্যাকেটের মাধ্যমে সোনা- রূপোর পাশাপাশি মোটা অঙ্কের নগদ টাকা রেলের মাধ্যমে পাচার করার চেষ্টা চালানো হচ্ছে। তবে একাধিকবার টাকা উদ্ধারের পর থেকেই বর্তমানে অনেকটাই নজরদারি বেড়েছে স্টেশনে।

আরপিএফ সূত্রে খবর, হাওয়ালা ব়্যাকেটের মাধ্যমে সোনা- রূপোর পাশাপাশি মোটা অঙ্কের নগদ টাকা রেলের মাধ্যমে পাচার করার চেষ্টা চালানো হচ্ছে। তবে একাধিকবার টাকা উদ্ধারের পর থেকেই বর্তমানে অনেকটাই নজরদারি বেড়েছে স্টেশনে।

6 / 6
Follow Us: