AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train:এবার থাকবেন CCTV বন্দি, বাংলায় লোকাল ট্রেনে এল বড় বদল

Local Train: হাওড়া বিভাগের মুখ্য প্রবন্ধক সঞ্জীব কুমার জানান,  বারো কামরার অ্যালস্টম রেক হাওড়া বিভাগে প্রথম চালু করা হল। এই কামরাগুলো সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি। যার দরুণ অনেক বেশি মজবুত ও অগ্নিনিয়ন্ত্রক হয়। এতে 'এয়ার স্প্রিং' ব্যবস্থা থাকার জন্য যাত্রাকালীন অভিজ্ঞতা অনেক সুবিধা হবে।

Local Train:এবার থাকবেন CCTV বন্দি, বাংলায় লোকাল ট্রেনে এল বড় বদল
হাওড়া বিশেষ ট্রেনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 27, 2024 | 9:08 AM
Share

হাওড়া: পূর্ব রেলের হাওড়া বিভাগ থেকে প্রথম ‘অ্যালস্টম’ UMU কামরা চালু করা হল। দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের দিনে হাওড়া স্টেশনের ৭নম্বর প্ল্যাটফর্ম থেকে এই বিশেষ রেক বিশিষ্ট কামরার ট্রেন চালু করে পূর্ব রেল। শুক্রবার দুপুর ৩ টা নাগাদ ট্রেনের যাত্রার সবুজ পতাকা দেখান হাওড়া বিভাগের প্রধান। এই কামরাগুলিতে হাতে আঁকা বিভিন্ন চিত্র অঙ্কিত হয়েছে। কামরার দেওয়ালে, যাত্রী আসনের পিছনে বিভিন্ন ধরণের মনোমুগ্ধকর চিত্র আঁকা হয়েছে। কামরার বাইরের দেওয়াল জুড়ে জাতীয় পতাকার রঙে দেশনায়ক নেতাজি সহ বিপ্লবী ভগৎ সিং কে প্রজাতন্ত্র দিবসের ভাবনাকেও ফুটিয়ে তোলা হয়েছে। উদ্বোধন উপলক্ষে যাত্রীদের পূর্ব রেলের পক্ষ থেকে লাড্ডু ও মিষ্টি বিতরণ করা হয়।

এই কামরাগুলিতে যাত্রী স্বাছন্দ ও সুরক্ষার কথা মাথায় রেখে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও রয়েছে ডিসপ্লে বোর্ড। ট্রেনের যাত্রী অরিত্রী বন্দ্যোপাধ্যায় জানান, ‘যাত্রী, বিশেষ করে মহিলাদের সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটা অনেক আগেই করা উচিত ছিল। আমার কাছে এটা অপ্রত্যাশিত বলেই মনে হচ্ছে। কামরাগুলো খুব সুন্দর লাগছে।’  ওপর যাত্রী কৃষ্ণা বাগ বলেন, ‘একটি বাড়তি ট্রেন মানে নিত্যযাত্রীদের আরও বাড়তি পাওনা। আর ট্রেনের কামরাতে দেশের বীর সন্তানদের ছবি দেখলে নিজের মনের মধ্যে দেশাত্মবোধ জেগে ওঠে। এটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে।’

হাওড়া বিভাগের মুখ্য প্রবন্ধক সঞ্জীব কুমার জানান,  বারো কামরার অ্যালস্টম রেক হাওড়া বিভাগে প্রথম চালু করা হল। এই কামরাগুলো সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি। যার দরুণ অনেক বেশি মজবুত ও অগ্নিনিয়ন্ত্রক হয়। এতে ‘এয়ার স্প্রিং’ ব্যবস্থা থাকার জন্য যাত্রাকালীন অভিজ্ঞতা অনেক সুবিধা হবে। এই রেকের সবকটি কামরাতে সিসিটিভি ক্যামেরা ও মহিলা কামরাতে ‘প্যানিক বটন’ দেওয়া হয়েছে।

কোনও বিশেষ পরিস্থিতিতে ওই বটনের মাধ্যমে মহিলা যাত্রীরা সরাসরি মোটম্যানের সঙ্গে কথা বলতে পারবেন। আগামীদিনে যে নতুন রেক আসবে তাতে এই ধরণের ব্যবস্থা রাখা হবে।’

দেশ নায়ক-সহ বিভিন্ন মনোমুগ্ধকর ছবির আবহে কামরার ভিতরের সৃজনশীলতা যথেষ্টই মন কেড়েছে যাত্রীদের। প্রজাতন্ত্র দিবসের দিনে নিত্যযাত্রীদের সুবিধা ও স্বচ্ছন্দের কথা মাথায় রেখে এই ধরণের অপ্রত্যাশিত উপহারে যথেষ্টই খুশি যাত্রীরাও।