Howrah: রাস্তার জলেই পড়ে রইলেন আধ ঘণ্টা, হাওড়ায় মর্মান্তিক পরিণতি ব্যক্তির
Howrah: হাওড়া পুরনিগমের অস্থায়ী কর্মী ছিলেন গৌতম। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো এদিন কাজে গিয়েছিলেন। ফেরার সময় জলে পড়ে যান। সেটা অসুস্থতার কারণে হতে পারে। প্রায় আধ ঘণ্টা মতো জলে পড়েছিলেন।
হাওড়া: ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝড়-বৃষ্টি। আর সেই বৃষ্টিতে রাস্তায় হাঁটু সমান জল। শুক্রবার রাস্তার সেই জলে পড়েই মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম গৌতম চট্টোপাধ্যায় (৩৮)। ঘটনাটি হাওড়া তাঁতি পাড়া এলাকার।
বৃষ্টির জেরে তাঁতি পাড়া এলাকায় রাস্তায় জল জমেছে। স্থানীয়রা জানান, জল পেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যান গৌতম। প্রায় আধ ঘণ্টা জলেই পড়েছিলেন তিনি। তারপর তাঁকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আসে চ্য়াটার্জিহাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জানা গিয়েছে, হাওড়া পুরনিগমের অস্থায়ী সাফাই কর্মী ছিলেন গৌতম। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো এদিন কাজে গিয়েছিলেন। ফেরার সময় জলে পড়ে যান। সেটা অসুস্থতার কারণে হতে পারে। প্রায় আধ ঘণ্টা মতো জলে পড়েছিলেন। রাস্তায় জল না থাকলে হয়তো তিনি বেঁচে যেতেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
এই খবরটিও পড়ুন
ওই ব্যক্তির মৃত্যু নিয়ে পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, প্রবল প্রাকৃতিক দুর্যোগে রাস্তায় জল জমেছে। জল নামানোর কাজ চলছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। যেকোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক জানিয়ে তিনি বলেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।