Money Recovery: ভোটের বাংলায় লাখ লাখ টাকা উদ্ধার
Money Recover: ষষ্ঠ দফায় ভোটের আগেও মেদিনীপুরের ঘাটাল দাসপুরের খুকুড়দায় নাকা চেকিংয়ের সময় লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। যে গাড়ি থেকে সেদিন ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল সেটি দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার ছিল বলে জানা যায়। এ ঘটনা ঘিরে কম জলঘোলা হয়নি। আবারও সপ্তম দফার আগে মিলল টাকা।
হাওড়া: ভোটের আগের সন্ধ্যায় হাওড়া থেকে বিপুল নগদ টাকা উদ্ধার হল। শনিবার এ রাজ্যের নয় লোকসভা কেন্দ্রে ভোট। নির্বাচন রয়েছে কলকাতার দুই কেন্দ্রে। তার আগে শুক্রবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময়ই বিপুল নগদ টাকা উদ্ধার করে তারা। এক বাইক আরোহী-সহ বেশ কয়েকজনের কাছ থেকে উদ্ধার হয় ১০ লক্ষ ১৩ হাজার টাকা। এই ঘটনায় ৭ জনকে আটকও করা হয়েছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোলাবাড়ি থানার পুলিশ। সালকিয়ার বাসিন্দা যশোবন্ত সিং নামে এক যুবকের কাছ থেকেও টাকা উদ্ধার হয়। তিনি বলেন, “আমার অফিসে নিয়ে যাচ্ছিলাম টাকা। ক্যুরিয়ার সার্ভিসের ব্যবসা। বুকিংয়ের টাকা এগুলো। সেগুলি রাখতে যাচ্ছিলাম।”
ভোটের আগে টাকা পাচারের অভিযোগ প্রতিবারই ওঠে। শাসকের বিরুদ্ধে অভিযোগ তোলে বিরোধী শিবির। আবার বিরোধীদেরও নিশানা করে ক্ষমতার মসনদে আসীন দল। এবারও তেমনটাই চলেছে এবং চলছে। শুক্রবারই আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা দাবি করেন, আলিপুরদুয়ারে জিততে শাসকদল টাকা আনছে কলকাতা থেকে। পাল্টা শাসকশিবিরও সে অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করে, হারার ভয়ে এসব গান গাইছে বিরোধীরা।
তবে ষষ্ঠ দফায় ভোটের আগেও মেদিনীপুরের ঘাটাল দাসপুরের খুকুড়দায় নাকা চেকিংয়ের সময় লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। যে গাড়ি থেকে সেদিন ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল সেটি দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার ছিল বলে জানা যায়। এ ঘটনা ঘিরে কম জলঘোলা হয়নি। আবারও সপ্তম দফার আগে মিলল টাকা।