Howrah: ফাঁকা বাড়িতে রাতের অন্ধকারে সাংঘাতিক কাণ্ড! পুলিশ ঢুকতেই…
Howrah Theft Case: ওই নেভি অফিসারের বাড়ির পাশেই তাঁদের আত্মীয়র বাড়ি রয়েছে। আজ সকালে তাঁদের নজরেই প্রথমে বিষয়টি আসে। ওই নেভি অফিসারের মামা বাড়ির পাশের একটি বাগান দেখতে এসেছিলেন। তখনই তাঁর নজর যায় বাড়ির পিছনের দরজার দিকে।
হাওড়া: বাড়ি ফাঁকা। সেই সুযোগেই বড় কাণ্ড ঘটে গেল হাওড়ার জগৎবল্লভপুরে। বাড়ির ভিতর লন্ডভন্ড অবস্থা। আলমারি ভাঙা। খাটের তোষক সব উল্টে পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের চাঁদুলের কাজিপাড়া এলাকায়। সেখানে এক নেভি অফিসারের বাড়ি থেকে সোনা-দানা, টাকা-পয়সা যা পেয়েছে, সব নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। জানা যাচ্ছে, ওই নেভি অফিসারের বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়েই পিছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে বাড়ির ভিতরে ঢোকে চোরেরা। নগদ ও সোনার গয়না সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকার জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়েছে চোরেরা।
ওই নেভি অফিসারের বাড়ির পাশেই তাঁদের আত্মীয়র বাড়ি রয়েছে। আজ সকালে তাঁদের নজরেই প্রথমে বিষয়টি আসে। ওই নেভি অফিসারের মামা বাড়ির পাশের একটি বাগান দেখতে এসেছিলেন। তখনই তাঁর নজর যায় বাড়ির পিছনের দরজার দিকে। দরজা দেখে তাঁর সন্দেহ হয়, সেটি স্বাভাবিকের থেকে একটু বেশি সরানো রয়েছে। এরপর কাছে এগিয়ে যেতেই দেখেন পিছনের দরজার তালা ভাঙা। তাতেই সন্দেহ জাগে ওই প্রৌঢ়ের মনে। তখন বাকিদের ডাকাডাকি করে তিনি বাড়ির ভিতর ঢুকতেই বুঝতে পারেন, বড় সর্বনাশ হয়ে গিয়েছে সেখানে।
বিষয়টি জানাজানি হওয়ার পরই সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন খবর দেয় জগৎবল্লভপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ির ভিতর যেভাবে সব তছনছ অবস্থায় পড়ে রয়েছে, সব খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা রাতের অন্ধকারে ঢুকেছিল ওই বাড়িতে, তা খতিয়ে দেখতে শুরু করেছেন তাঁরা।