Bally Jute Mill: ৫৪ লক্ষ টাকা হাতিয়ে গুজরাটে গিয়েও হল না লাভ, গ্রেফতার বালি জুটমিলের ম্যানেজার
Howrah: ধৃতের নাম দীপক কুমার জয়িন (৪০)। অভিযোগ, কয়েকদিন আগে বালি জুটমিল থেকে মিলের প্রায় ৫৪ লক্ষ ৯৩ হাজার ৪৬৪ টাকা নিয়ে চম্পট দিয়েছিল ম্যানেজার দীপক।
হাওড়া: বালির জুটমিল থেকে প্রায় ৫৪ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছিলেন মিলেরই এক ম্যানেজার। একই সঙ্গে গুজারাটে গিয়ে গা ঢাকা দেয় তিনি। তবে এত কিছুর পরও লাভ হল না কিছুই। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত ম্যানেজার।
ধৃতের নাম দীপক কুমার জয়িন (৪০)। অভিযোগ, কয়েকদিন আগে বালি জুটমিল থেকে মিলের প্রায় ৫৪ লক্ষ ৯৩ হাজার ৪৬৪ টাকা নিয়ে চম্পট দিয়েছিল ম্যানেজার দীপক। শুধু টাকা হাতানোই নয়, টাকা নিয়ে গুজরাটে গিয়ে গা ঢাকা দিয়েছিল সে। বালি থানার পুলিশ দীপককে গুজরাটের সুরাট থেকে গ্রেফতার করে নিয়ে আসে তাকে। রবিবার বালি থানার পুলিশের একটি বিশেষ দল গুজরাটে গিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার ওই যুবককে হাওড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে চায় পুলিশ।
সম্প্রতি দীপকের বিরুদ্ধে মিল কর্তৃপক্ষই টাকা আত্মসাৎ করে চম্পট দেওয়ার অভিযোগ এনেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। শেষপর্যন্ত গ্রেফতার হয় দীপক। পুলিশ জানিয়েছে, দীপকের বাড়ি বিহারের কাটিহারে। কিন্তু গুজরাটের সুরাটেও থাকত সে। সেখানেও তার একটি বাড়ি রয়েছে। বালি জুটমিলের অর্থ বিভাগে কাজ করতো দীপক। হঠাৎ লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাওয়া ও মিলের দীপকের উধাও হয়ে যাওয়া দেখেই কর্তৃপক্ষের মধ্যে সন্দেহ হয়। তখনই তারা বালি থানায় অভিযোগ করে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিন ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি ফাজতের নির্দেশ দেওয়া হয়।