Jawans Convicted in Rape Case: জওয়ানদের সংরক্ষিত কামরায় উঠে পড়েছিল কিশোরী, ভয়াবহ সেই অভিজ্ঞতা

Howrah: মামলার মুখ্য সরকারি আইনজীবী সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানান, হাওড়া আদালতের বিচারপতি সৌরভ ভট্টাচার্য পকসো মামলায় তিন জনকে দোষী সাব্যস্ত করেছেন।

Jawans Convicted in Rape Case: জওয়ানদের সংরক্ষিত কামরায় উঠে পড়েছিল কিশোরী, ভয়াবহ সেই অভিজ্ঞতা
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2023 | 9:02 PM

হাওড়া: চলন্ত ট্রেনে কিশোরীকে ধর্ষণের মামলায় দোষীদের যাবজ্জীবন (Jawans Convicted in Rape Case) সাজা শোনাল হাওড়া (Howrah) আদালত। চলন্ত ট্রেনের ভিতর ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৩ জওয়ানের বিরুদ্ধে। ২০১৫ সালের ২৭ ডিসেম্বর হাওড়া-অমৃতসর এক্সপ্রেসের সেই ঘটনার পর অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা শুরু করেছিল হাওড়া জিআরপি। সোমবার হাওড়া জেলা আদালতে সেই মামলায় অভিযুক্তদের সাজা ঘোষণা হল। ঘটনার দিন ওই কিশোরী জওয়ানদের সংরক্ষিত কামরায় উঠে পড়েছিল। এরপরই তাঁকে ঘিরে ধরে তিন জওয়ান। একাধিকবার ধর্ষণের শিকার হয় ছোট্ট মেয়েটি। মধুপুরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পড়শি রাজ্য ঝাড়খণ্ডের দেওঘর হাসপাতালে। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়। এরপর অভিযোগ দায়ের। মামলা শুরু।

সাজা ঘোষণার পর এই মামলার মুখ্য সরকারি আইনজীবী সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানান, হাওড়া আদালতের বিচারপতি সৌরভ ভট্টাচার্য পকসো মামলায় তিন জনকে দোষী সাব্যস্ত করেছেন। এদের মধ্যে দু’জনের যাবজ্জীবন সাজা হয়েছে। একই সঙ্গে ২ লক্ষ টাকা জরিমানা। অনাদায়ে আরও ২ বছরের সাজা ঘোষণা করা হয়েছে। এই দু’জনের বয়স ৩০ ও ৪২ বছর।

এছাড়া আরেক ৪২ বছর বয়সী জওয়ানকে ১০ বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের জেলের সাজা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, হাওড়ার ওই কিশোরী বাবা, মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। ঠিক করেছিল বাড়ি থেকে অনেক দূর চলে যাবে।

অমৃতসর এক্সপ্রেসের মিলিটারি কামরায় উঠে পড়েছিল। সেই ট্রেনেই তাঁর উপর পাশবিক অত্যাচার করা হয়। কুঁকড়ে গিয়েছিল ওই কিশোরী। সেদিনই মধুপুর স্টেশনের জিআরপি চাইল্ড লাইনের কাছ থেকে খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে। ঘটনার পর পরই তিন অভিযুক্ত গ্রেফতার হয়েছিল। সেই থেকে চলছিল মামলা। অবশেষে শুনানিপর্ব শেষে দোষী সাব্যস্ত ও রায়দান হল নিম্ন আদালতে। ‘ভুল’ কামরা ওঠার এত বড় মাশুল, আজও ভাবলে শিউরে ওঠে সকলে।