Jalpaiguri: ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে, বাবার কঠোর শাস্তি চাইল মেয়ে
Physical Abuse: পরিবার সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিল ১২ বছরের ওই নাবালিকা। প্রায়ই বমি হচ্ছিল। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আর সেখানেই সবটা পরিষ্কার হয়ে যায়।

জলপাইগুড়ি: ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার জেরে গর্ভবতীও হয়ে গিয়েছে ওই নাবালিকা। অভিযোগ পেতেই অ্য়াকশনে পুলিশ। গ্রেফতার ৬১ বছরের ওই বৃদ্ধ। সে আবার ওই নাবালিকার প্রতিবেশী বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর রাজনৈতিক মহলেও। শুরু জোরদার তরজা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে। খবর চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রতিবেশীরও বৃদ্ধের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন।
পরিবার সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিল ১২ বছরের ওই নাবালিকা। প্রায়ই বমি হচ্ছিল। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আর সেখানেই সবটা পরিষ্কার হয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান নাবালিকা অন্তঃসত্ত্বা। শোনা মাত্রই হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা। পরিস্থিতি বুঝে বিশদ পরীক্ষার জন্য নাবালিকাকে পাঠানো হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। দ্রুত নাবালিকার বাবা রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। তারপরই বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ। এদিনই তোলা হচ্ছে আদালতে। নির্যাতিতার পরিবারের তরফে বৃদ্ধের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে।
শুধু নির্যাতিতার পরিবারের সদস্যরা নন বৃদ্ধের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন বৃদ্ধের পরিবারের সদস্যরা। তাঁর মেয়ে বলছেন, যদি তিনি সত্যিই অপরাধ করে থাকেন তবে আইনের পথে তার শাস্তি হওয়াই উচিত। জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানাচ্ছেন, অভিযুক্তকে পকসো আইনে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। নাবালিকার জবানবন্দি নেওয়ার কাজ শুরু হয়েছে। তদন্তও চলছে।
