কেন্দ্রীয় সম্মান! দেশের সেরা বিজ্ঞান মনস্ক সঙ্ঘের তকমা পেল জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব

Jalpaiguri Science And Nature Club: জলপাইগুড়ির মুকুটে নতুন পালক। কেন্দ্রের তরফে দেশের সেরা বিজ্ঞান মনস্ক ক্লাবের তকমা পেলো জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব।

কেন্দ্রীয় সম্মান! দেশের সেরা বিজ্ঞান মনস্ক সঙ্ঘের তকমা পেল জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 29, 2021 | 10:17 PM

জলপাইগুড়ি: জলপাইগুড়ির মুকুটে নতুন পালক। কেন্দ্রের তরফে দেশের সেরা বিজ্ঞান মনস্ক ক্লাবের তকমা পেল জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব (Jalpaiguri Science And Nature Club)।

ভারতের সেরা ১০টি বিজ্ঞান ও পরিবেশ ক্লাবের মধ্যে এবার শীর্ষস্থানে জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাব। এই প্রথম উত্তরবঙ্গের কোনও ক্লাব এহেন শিরোপা ও সম্মান পেল। কেন্দ্রের এই ঘোষণায় খুশির হাওয়া জেলার পরিবেশ কর্মী মহলে।

ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অধীনে বিজ্ঞান ও প্রসার( VP) শাখা ১৯৮৮ সাল থেকে সারা ভারতে কাজ করে। দেশজুড়ে VIPNET নেটওয়ার্ক নামে স্বশাসিত একটি সরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে দেশ জুড়ে প্রায় ৩ হাজার ক্লাব রেজিস্টার্ড রয়েছে। যারা এই জাতীয় ক্লাব গুলির কাজের মূল্যায়ন করে থাকে।

পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি ক্লাব এভাবে রেজিস্ট্রিকৃত। এর মধ্যে উত্তরবঙ্গে রয়েছে বেশ কয়েকটি ক্লাব। সারাবছর ধরে লাগাতার বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষ ও ছাত্র ছাত্রীদের মধ্যে প্রচার, সবাইকে বিজ্ঞানমনস্ক করা, বিজ্ঞানের প্রসার ও প্রচার, জনমত গঠন, হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করা ইত্যাদি নানা বিষয়ে তাৎপর্যপূর্ণ কাজের স্বীকৃতি এহেন সম্মান।

এছাড়া পরিবেশ বিষয়ে নাগরিকদের সচেতন করা, পরিবেশ বিষয়ে সরকারের নজরে আনা, অবৈধ জলাভূমি ভরাট থেকে শুরু করে বৃক্ষছেদন, সব বিষয়ে মানুষকে সজাগ করা, ছাত্র ছাত্র ছাত্রীদের মধ্যে জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেস, বিজ্ঞান মেলার মত বিভিন্ন কর্মসূচি সাফল্য সহকারে করার জন্য জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব ২০২১ সালের ভারত সেরা ১০০টি বিজ্ঞান ও পরিবেশ ক্লাবের স্বীকৃতি পেয়েছে।

সারা দেশের মধ্যে এই সেরা মেধাবী শিরোপা চলতি বছর মোট ১০টি ক্লাব পেয়েছে। যাদের কর্মকাণ্ডের নিরিখে সর্বোচ্চ ‘প্লাটিনাম ক্লাব’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়। দিল্লীর ৪টি, উত্তর প্রদেশের একটি, মধ্যপ্রদেশের একটি, ছত্তিসগঢ়ের একটি, ওড়িশার একটি এবং পশ্চিমবঙ্গের দুটি বিজ্ঞান ক্লাব এই স্বীকৃতি পায়। আর পশ্চিমবঙ্গের দুটি ক্লাবের মধ্যে একটি কলকাতাস্থিত আর একটি এই জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব।

আরও পড়ুন: সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ‘রাস্তা চুরি’! অভিযুক্ত বিজেপি সভাপতি 

স্বভাবতই এই খবরে উচ্ছ্বসিত সংগঠনের সদস্য ও পরিবেশ কর্মীরা। ক্লাবের সম্পাদক ডঃ রাজা রাউত জানান, ‘এই স্বীকৃতি নিশ্চিতরূপে আমাদের কাজের আরও উৎসাহ ও উদ্দীপনা যোগাবে। এই আনন্দ সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছি।’