ধান ক্ষেতে পড়ে যুবকের দেহ, যৌনাঙ্গ খুবলে কেটে নেওয়া! স্ত্রী জানালেন কারণ…
যুবকের দেহ থেকে খুবলে কেটে নেওয়া হয়েছে যৌনাঙ্গ। হাত-পায়েও গভীর ক্ষত। বুধবার রাতে ধূপগুড়িতে (Dhupguri) উদ্ধার হয় একটি দেহ।
ধূপগুড়ি: ধান ক্ষেতের মধ্যে পড়ে ছিল এক দেহ। পচন ধরেছিল তাতে। কাছে যেতেই বিভৎসতায় শিউরে উঠেছিলেন প্রত্যক্ষদর্শীরা। যুবকের দেহ থেকে খুবলে কেটে নেওয়া হয়েছে যৌনাঙ্গ। হাত-পায়েও গভীর ক্ষত। বুধবার রাতে ধূপগুড়িতে (Dhupguri) একটি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই যুবকের নাম শিশকুমার রায়। বাড়ি হরিনখাওয়া এলাকায়।
ঘটনার পর মৃতের স্ত্রী সবা রায়ের দাবি, স্থানীয় এক মহিলার সঙ্গে বিবাহ-বর্হিভূত ছিল স্বামীর। তার জেরেই এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয় ওই যুবকের। তারপর কাটা হয় যৌনাঙ্গ। এরপর ধারালো অস্ত্র দিয়ে হাত-পা ক্ষত বিক্ষত করা হয়। রক্তাক্ত অবস্থায় ধান ক্ষেতের মধ্যে ফেলে দেওয়া হয় ওই যুবককে। রাস্তার পাশে দাঁড় করানো ছিল একটি মোটর বাইক। মনে করা হচ্ছে বাইকটি যুবকের।
মৃতার স্ত্রী সবা রায়ের দাবি, স্থানীয় এক মহিলার সাথে বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেছে।তাঁর অভিযোগ, বুধবার রাতে ওই মহিলা শিশকুমারকে ফোন করে ডাকেন তার পর মাদক খাইয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।
সম্প্রতি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে মারধর করে নগ্ন অবস্থায় গ্রাম ঘোরানোর ঘটনা ঘটে। কোথাও আবার মারধোর করে চুল কেটে নেওয়া হয়, কোথাও শ্লীলতাহানীর অভিযোগ ওঠে। আলিপুরদুয়ার ময়নাগুড়ি পর ধূপগুড়িতে আরও একটি নৃশংস ঘটনা ঘটল।
তবে খুনের ঘটনায় রীতিমত শিউরে উঠেছেন স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দা সুবীর রায় বলেন, “আমরা রাতে বেলা মাছ ধরতে গিয়েছিলাম। কাছে গিয়ে দেখতে পেলাম একটা লোক ক্ষতবিক্ষত অবস্থায় মরে পড়ে রয়েছে পাট ক্ষেতে তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। পুলিশকে খবর দিলে পুলিশ আসে ঘটনাস্থলে।
আরও পড়ুন: ৪ হাজার সরকারি বাস কলকাতার রাস্তায় নেমেছে! যাত্রী-হয়রানির প্রথম দিনে দাবি পরিবহণ মন্ত্রীর
জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে ।