এক ‘ছবিতেই’ ছবি! স্নান করতে গিয়ে নিজস্বী তুলতে ব্যস্ত ৩ যুবক, কাল হল সেখানেই…

Accident: ব্লক তৃণমূল সম্পাদক জানিয়েছেন, ওই তিন যুবকের মধ্যে প্রথমে যাঁকে উদ্ধার করা হয়েছিল তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি মৃত দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি

এক 'ছবিতেই' ছবি! স্নান করতে গিয়ে নিজস্বী তুলতে ব্যস্ত ৩ যুবক, কাল হল সেখানেই...
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jul 03, 2021 | 1:25 PM

মালদা: যখনই হোক, যেমনই হোক, স্মৃতি মানেই সেলফি (Selfie)। সেই সেলফি তুলতে গিয়েই চিরকালের মতো স্মৃতির পাতায় চলে গেলেন তিন যুবক! শুক্রবার, পুকুরিয়া থানার মাগুরা বাঁধ সুইচগেট দেখার জন্য পীরগঞ্জ থেকে ঘুরতে এসেছিলেন তিন যুবক। জলে স্নান করতে নেমে সেলফি তুলতেই মত্ত ছিলেন তাঁরা। তারপরেই তলিয়ে যান তিনজনে। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ২ জনের।

স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগেই মাগুরাতে নতুন সুইচগেটটি তৈরি হয়েছে। অনেকেই ঘুরতে আসেন এই সুইচগেটে। শুক্রবার, সেখানে ঘুরতে আসেন পীরগঞ্জের তিন যুবক। সেখানে জলে নেমে স্নান করছিলেন তাঁরা। স্নানের ফাঁকে সেলফি (Selfie) তুলতে যান তিনজনেই। কয়েক মুহূর্ত মাত্র! জলের স্রোতে তলিয়ে যান তিনজনেই। সাঁতার কেটে বেঁচে ফেরার চেষ্টা করলেও পারেননি তাঁরা। অজ্ঞাতপরিচয় ওই তিন যুবককে জলে ডুবতে দেখে ছুটে আসেন স্থানীয় এক মহিলা। তিনি আশেপাশের মানুষকে ডেকে জড়ো করেন। স্রোতের তোড়ে ততক্ষণে অনেকটাই ডুবে গিয়েছেন ওই তিন যুবক। অতিকষ্টে একজনকে উদ্ধার করেন গ্রামবাসীরা। বাকি দুজনকে খুঁজে পাওয়া যায়নি। খবর দেওয়া হয় পুকুরিয়া থানায়। খবর পেয়ে ছুটে আসেন ব্লক অফিসের প্রতিনিধিরাও। অবশেষে ডুবুরি নামিয়ে বাকি দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

ব্লক তৃণমূল সম্পাদক জানিয়েছেন, ওই তিন যুবকের মধ্যে প্রথমে যাঁকে উদ্ধার করা হয়েছিল তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি মৃত দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। ওই তিন যুবকই বছর পঁচিশের। তবে, তাঁরা বেড়াতে এসে এই বিপত্তি ঘটান। পুকুরিয়া থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে। শুধু অসাবধানতার জন্যেই তাঁরা জলে ডুবে গেলেন নাকি অন্য কোনও কারণ আছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ‘বাবা কি স্বর্গে গিয়ে টিকা নিলেন?’ হতবাক ছেলে, ‘মৃত বাবা’ পেলেন টিকা!