Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: ‘ভয়ে তো মালদায় ডাক্তারবাবুরাই আসছেন না…’

Malda: মালদহে কলকাতা এমনকী দক্ষিণ ভারত থেকে বহু চিকিৎসক আসেন রোগী দেখতে। যেহেতু এই জেলার পাশেই রয়েছে বিহার-ঝাড়খণ্ডের মতো রাজ্য ফলে রোগীর সংখ্যাও হয় প্রচুর। শুধু তাই নয়, বাংলাদেশি রোগীরাও আসেন মালদহে।

Malda: 'ভয়ে তো মালদায় ডাক্তারবাবুরাই আসছেন না...'
ডাক্তররা আসছেন না মালদহে?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 6:01 PM

মালদহ: ওয়াকফ আইনের প্রতিবাদে তপ্ত মুর্শিদাবাদ। ভিন রাজ্য থেকে এই রাজ্য তথা মালদহে আসছেন না চিকিৎসকরা। অশান্ত পরিস্থিতির জেরে চিকিৎসকরা আসছেন না বলে অভিযোগ। যার জেরে বেসরকারি পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা করছেন রোগীর পরিবারের লোকজন।

মালদহে কলকাতা এমনকী দক্ষিণ ভারত থেকে বহু চিকিৎসক আসেন রোগী দেখতে। যেহেতু এই জেলার পাশেই রয়েছে বিহার-ঝাড়খণ্ড, সেই রাজ্য থেকে রোগীর সংখ্যাও হয় প্রচুর। শুধু তাই নয়, বাংলাদেশি রোগীরাও আসেন মালদহে। কিন্তু এই পরিস্থিতিতে চিকিৎসকরা আসতে রীতিমতো ভয় পাচ্ছেন জেলায়। যার কারণে মরণাপন্ন রোগীর চিকিৎসাও হচ্ছে না বলে দাবি তাঁদেরই পরিবারের লোকজনের। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে ক্ষোভ।

ডক্টর এসএন শর্মা বলেন, “মালদহের আশপাশে বিশেষ করে মুর্শিদাবাদে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ডাক্তররা আসতে ভয় পাচ্ছে। অনেক ডাক্তার প্রাইভেট হাসপাতালে ঢুকছেন না। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে মুমূর্ষু রোগীরা পরিষেবা পাবে না। মানুষের চিকিৎসার পরিষেবা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়াবে।” রোগীর পরিবারের এক সদস্য গৌতম সিংহ বলেন, “যা দেখছি কলকাতা থেকে ডাক্তারবাবুরা আসছেন না। আমরা বেসরকারি নার্সিংহোম থেকে ঘুরে আসছি। কলকাতা থেকে ডাক্তারবাবুরা একদম আসছেন না। রোগীরাও তো ভুগছেন। আমার দিদির ক্রিটিক্যাল অবস্থা। অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। পরের তারিখও দেয়নি। ভয়ে তো মালদায় ডাক্তারবাবুরাই আসছেন না।” চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ বলেন, “আমার কাছে এই ধরনের কোনও খবর আসেনি। অবশ্যই খতিয়ে দেখা হবে। আর যদি এই ঘটনা ঘটে তাহলে আমি প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেব।” মালদা মেডিক্যালের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, “আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। যাতায়াতের অসুবিধার জন্য হয়ত কেউ আসতে পারছেন না। তবে সমস্যা এখনও হয়নি।”