Malda: কোলে শিশু, গায়ে জ্বর নিয়ে ব্লক অফিসে তালা ঝুলিয়ে চলে গেলেন একা মহিলা!
Malda: বলা নেই, কওয়া নেই একদম প্রশাসনিক অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দিলেন এক গৃহবধূ!
মালদহ: কোলে একরত্তি শিশু। আরেকজন একটু দূরে দাঁড়িয়ে। শিশুকে নিয়ে তিনি সোজা হাজির ব্লক অফিসে। তার পর বলা নেই, কওয়া নেই একদম প্রশাসনিক অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দিলেন এক গৃহবধূ! মহা ফাঁপরে প্রশাসনিক আধিকারিকরা। মহিলার কাছে ঘেঁষতেই সাহস হচ্ছে না যে কারও। কী ব্যাপার? কেন এমন কাজ ওই বধূর?
বৃহস্পতিবার সকালবেলা। এক মহিলা এলেন মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লক অফিসে। তার পর কেউ কিছু বুঝে ওঠার আগেই বড় লোহার গেটে তালা ঝুলিয়ে দিলেন তিনি। একটু দূরে দাড়িয়ে মায়ের সেই কাজ দেখছেন ছোট্ট শিশু। কোলে আরেক শিশু। এদিকে মহিলার এই কাজ দেখে ছুটে আসেন অনেকে। কিন্তু করোনার ভয়ে কেউ তাঁর কাছে ঘেঁষার সাহস পেলেন না। সবাই দাঁড়িয়ে দূরে দূরে।
জানা গিয়েছে, ওই মহিলা সর্দি- জ্বরে আক্রান্ত। সেই অসুস্থ অবস্থায় ব্লক অফিসে হেঁটে হেঁটে এসে তালা ঝুলিয়ে দেন তিনি। এদিকে মহা মুশকিলে পড়েছেন কর্মী থেকে ব্লক আধিকারিকরা। কেউই অফিসে ঢুকতে পারছেন না। আর যাঁরা আগেই ঢুকেছেন, তাঁরা আবার বেরতে পারছেন না। এমনকি ব্লক অফিসে কাজ নিয়ে আসা বহু মানুষও দাঁড়িয়ে রয়েছেন বাইরে।
কেন ব্লক অফিসে তালা লাগালেন ওই মহিলা?
তাঁর দাবি, বার বার ফর্ম পূরণ করেও রেশন কার্ড হয়নি তাঁর। আর সেই কারণেই প্রতিবাদ হিসাবে একা এমন কাণ্ড করেছেন। এদিকে করোনা আবহে মহিলাকে কেউ ধরে সরিয়ে দিতেও ভয় পাচ্ছেন। কারণ, গৃহবধূর শারীরিক অবস্থাও ভাল নয়। সর্দি, জ্বর নিয়েই হাজির হয়েছেন বলেই সন্দেহ সকলের। এই অবস্থায় বিপাকে মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের সব কর্মী আধিকারিকরা। ক্রমশ চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়।
প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, কী কারণে তালা লাগল বলতে পারব না। কিন্তু কেন এমন করল, নিশ্চয়ই সমস্যা রয়েছে। অন্যদিকে কাজ নিয়ে আসা মানুষজন মহিলাকে তালা খোলার কথা বললেও তিনি কর্ণপাত করেননি। এ নিয়ে এখনও প্রশাস নের কোনও আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ব্লক অফিসের সামনে।