Murshidabad: ‘উনি সভাপতিকে ধাক্কা মেরেছেন,ঠোঁট কেটেছে’, অধীরকে দুষলেন সুকান্ত

Murshidabad: প্রসঙ্গত, বুধবার রাত্রিবেলা মুর্শিদাবাদ মেডিক্যালের সামনে ধুন্ধুমার কাণ্ড ঘটে। শক্তিপুরে রাম নবমীর মিছিলে হিংসার ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান অধীর রঞ্জন চৌধুরী। হাসপাতালে পৌঁছতেই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা।

Murshidabad: 'উনি সভাপতিকে ধাক্কা মেরেছেন,ঠোঁট কেটেছে', অধীরকে দুষলেন সুকান্ত
সুকান্ত মজুমদারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2024 | 12:29 PM

মুর্শিদাবাদ: ভোটের মুখে মেজাজ হারাতে দেখা গিয়েছিল কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীকে। বিক্ষোভের মুখ পড়তেই ধাক্কা দিলেন বিজেপি-র জেলাসভাপতি। সেই নিয়েই এবার অধীরকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু বলেন, “অধীর চৌধুরীর এই রকম কাজ করা উচিত হয়নি। গো-ব্যাক স্লোগানের সামনে রোজই আমাদের পড়তে হয়। উনি আমাদের সভাপতিকে ধাক্কা মেরেছেন। ওনার ঠোঁটও কেটে গিয়েছে। আসলে উনি এখনও নেতা হয়ে উঠতে পারেনি।”

প্রসঙ্গত, বুধবার রাত্রিবেলা মুর্শিদাবাদ মেডিক্যালের সামনে ধুন্ধুমার কাণ্ড ঘটে। শক্তিপুরে রাম নবমীর মিছিলে হিংসার ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান অধীর রঞ্জন চৌধুরী। হাসপাতালে পৌঁছতেই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। অভিযোগ, কংগ্রেস নেতা আসার পরই সেই তর্কাতর্কি, ধস্তাধস্তি আরও বেড়ে যায়। এ দিকে, হাসপাতালে ভিতরে আগে থেকেই হাসপাতালে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকার। অধীরকে ঘিরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে প্রথমে তাঁর নিরাপত্তারক্ষীরা ধাক্কা দেয়। পরে অধীর রঞ্জন চৌধুরী নিজেও বিজেপির জেলা সভাপতিকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকারকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।