Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyani Blast: ঘিঞ্জি এলাকার মধ্যে ১০ বছর ধরে চলছিল বাজি তৈরি! বিধায়ক বলছেন, ‘সবটাই জানত পুলিশ’

Kalyani Blast: এলাকার বাসিন্দারা বলছেন, প্রায় ১০-১২ বছর ধরে ওই কারখানা চলছিল। এদিন বাজি তৈরির সময়ই দুর্ঘটনা ঘটে। উড়ে গিয়েছে কারখানার টিনের চাল। আশপাশের গাছও পুড়ে ছারখার হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে, বিস্ফোরণের ভয়াবহতা।

Kalyani Blast: ঘিঞ্জি এলাকার মধ্যে ১০ বছর ধরে চলছিল বাজি তৈরি! বিধায়ক বলছেন, 'সবটাই জানত পুলিশ'
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2025 | 6:24 PM

কল্যাণী: বারবার যেখানে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বারবার প্রাণহানির খবর শিরোনামে এসেছে, তারপর প্রশাসনের আরও তৎপর হওয়া উচিত ছিল। কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণের পর এই প্রশ্নই উঠছে। শুক্রবার কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই কারখানা চলছিল অবৈধভাবে।

ঘিঞ্জি এলাকায় ছিল ওই কারখানা। চারপাশে বাড়িঘর। তারই মধ্যে এদিন হঠাৎ শোনা যায় বিস্ফোরণের শব্দ। দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। এলাকার বাসিন্দারা বলছেন, প্রায় ১০-১২ বছর ধরে ওই কারখানা চলছিল। এদিন বাজি তৈরির সময়ই দুর্ঘটনা ঘটে। উড়ে গিয়েছে কারখানার টিনের চাল। আশপাশের গাছও পুড়ে ছারখার হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে, বিস্ফোরণের ভয়াবহতা।

এদিকে, পুরো ঘটনায় পুলিশের দিকেই আঙুল তুলছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তাঁর দাবি, পুলিশ সব জানত। পুলিশের নাকের ডগাতেই চলছিল সবটা। এদিন বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পরে যান বিজেপি বিধায়কও। কিন্তু তাঁকে ঘিরেই স্লোগান শুরু হয়। গো ব্যাক স্লোগান দিয়ে বিধায়কের সামনে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কতজন আহত, সেই তথ্য় এখনও স্পষ্ট নয়।