Karimpur Murder: বাড়ি ফেরার পথে নলি কেটে ব্যবসায়ীকে খুন! চাঞ্চল্য করিমপুরে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৮টা নাগাদ করিমপুর থানা এলাকার কানাইখালি বাজার থেকে নিত্যদিনের কাজ সেরে ফিরছিলেন দিলীপ মণ্ডল। হেঁটেই বাড়ি ফিরছিলেন তিনি। গোপালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মোড় পার হয়ে গলির রাস্তা ধরেন তিনি। সেই রাস্তা ছিল বেশ অন্ধকার। সেখানেই পিছন থেকে তাঁর উপর আক্রমণের অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে।
করিমপুর: গলার নলি কেটে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে নদিয়া জেলার করিমপুর থানা এলাকায়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বাড়ি ফেরার পথে অন্ধকার গলিতে ওই ব্যক্তির উপর হামলা চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নাম দিলীপ মণ্ডল (৬২)। তিনি পেশায় ব্যবসায়ী। কেন এই খুন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৮টা নাগাদ করিমপুর থানা এলাকার কানাইখালি বাজার থেকে নিত্যদিনের কাজ সেরে ফিরছিলেন দিলীপ মণ্ডল। হেঁটেই বাড়ি ফিরছিলেন তিনি। গোপালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মোড় পার হয়ে গলির রাস্তা ধরেন তিনি। সেই রাস্তা ছিল বেশ অন্ধকার। সেখানেই পিছন থেকে তাঁর উপর আক্রমণের অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তির নলি কেটে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দিলীপকে উদ্ধার করে করিমপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
ঘটনা নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ বলেছেন, “এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তদন্ত চলছে।”