Nadia: বাঙ্কার উদ্ধারের দু’ কিলোমিটারের মধ্যে গ্রেফতার ২ রোহিঙ্গা
Nadia: যে চারটি বাঙ্কার উদ্ধার করেছে বিএসএফ। তার উপরে রয়েছে টিনের ঘর। সেখানে মানুষ থাকার ও প্রমাণ মিলেছে। তাহলে কি এই ধরনের অনুপ্রবেশকারীরা সেখানেই আশ্রয় নিয়ে ছিল না তো? স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে প্রশ্ন। আতঙ্কে এলাকার মানুষ।
নদিয়া: বাঙ্কার উদ্ধারের দু’ কিলোমিটারের মধ্যে গ্রেফতার ২ রোহিঙ্গা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধীর রঞ্জন লাহেড়ি মহাবিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে চার চারটি বাঙ্কার উদ্ধার হওয়ার পর ঠিক ২ কিলোমিটারের মধ্যে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করে পুলিশ। অপরিচিতদের এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।
যে চারটি বাঙ্কার উদ্ধার করেছে বিএসএফ। তার উপরে রয়েছে টিনের ঘর। সেখানে মানুষ থাকার ও প্রমাণ মিলেছে। তাহলে কি এই ধরনের অনুপ্রবেশকারীরা সেখানেই আশ্রয় নিয়ে ছিল না তো? স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে প্রশ্ন। আতঙ্কে এলাকার মানুষ।
জানা গিয়েছে, ধৃত দুই রোহিঙ্গা বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। তাঁরা মায়ানমারের বাসিন্দা, তাঁদের নাম এমডি যাদব এবং আরেক জনের নাম মোহম্মদ নুর। পুলিশ সূত্রে খবর, এক বছর আগে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারপরেই হায়দরাবাদে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। এরপর আবার বাংলাদেশ পালানোর ছক করছিলেন ওই দুই যুবক। তারপরেই তাঁদেরকে ভাজনঘাট এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের।
এরপর স্থানীয় বাসিন্দারা কৃষ্ণগঞ্জ থানায় খবর দেন । কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, পুলিশের হাতে দুই রোহিঙ্গাকে তুলে দেওয়া হয় । কোন বৈধ কাগজপত্র না থাকার কারণে তাঁদেরকে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে।