Nadia: বাইক নিয়ে ট্রেনের নীচে ঢুকে যান, ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যায় দেহাংশ! ভয়ঙ্কর দুর্ঘটনা শান্তিপুরে
Nadia: শান্তিপুর স্টেশন থেকে সকাল ৮ টায় প্রতিদিন একটি লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয়। ঠিক সেই মতো শান্তিপুর স্টেশন থেকে ওই লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল।
নদিয়া: দূর থেকে আসছে ট্রেন। দেখেও ভেবেছিলেন বাইক নিয়ে লাইন পেরিয়ে যেতে পারবেন। কিন্তু পারেননি। বাইক নিয়েই ট্রেনের তলায় চলে গেলেন ব্যক্তি, ছিন্ন ভিন্ন দেহ। উড়ে গেল দেহর একাধিক অংশ। সাত সকালে মর্মান্তিক ঘটনা শান্তিপুরের গোবিন্দপুর কালীবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম শঙ্কর রায় (৪৫)। পেশাই কাপড় ব্যবসায়ী। বাড়ি গোবিন্দপুর বিবেকানন্দনগর এলাকায়।
জানা গিয়েছে, শান্তিপুর স্টেশন থেকে সকাল ৮ টায় প্রতিদিন একটি লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয়। ঠিক সেই মতো শান্তিপুর স্টেশন থেকে ওই লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পার হয়ে যখন ট্রেনটি যাচ্ছিল, তখনই মোটরবাইক নিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যান ওই ব্যক্তি। ব্যবসা সূত্রেই সকালে সুতো নেওয়ার জন্য মহাজনের বাড়ি গিয়েছিলেন তিনি।
ট্রেনের আওয়াজ শুনতে না পাওয়াই একটি ছোট গলি দিয়ে তিনি রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই আচমকা ট্রেনটি সজোরে ধাক্কা মারে তাঁকে। মোটরবাইকও ট্রেনের তলায় পড়ে যায়। ট্রেনে হিঁচড়ে তাঁকে অনেকটা দূরে নিয়ে যায়। শরীরের অধিকাংশ জায়গা ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবারের লোকজন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলেযায় শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ। উভয়ের সাহায্যে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, গোটা গোবিন্দপুর জুড়ে রেললাইনে কোন গার্ডওয়াল না থাকার কারণে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। তাঁদের দাবি অবিলম্বে রেল কর্তৃপক্ষ যে সমস্ত ছোট বড় গলি রয়েছে, সেই গুলিগুলোকে গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হোক।