Nadia: জমি নিয়ে তুমুল অশান্তি, নদিয়ায় চলল গুলি, মৃত্যু একজনের
Nadia: স্থানীয় সূত্রে খবর, চাষের জমি দখলকে ঘিরে দুই পক্ষের মারামারি। ঘটনায় জখম হয় চার জন স্থানীয় মানুষ ও পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায় চাপড়া গ্রামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আলম শেখের সঙ্গে ইজার শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল।
![Nadia: জমি নিয়ে তুমুল অশান্তি, নদিয়ায় চলল গুলি, মৃত্যু একজনের Nadia: জমি নিয়ে তুমুল অশান্তি, নদিয়ায় চলল গুলি, মৃত্যু একজনের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Nadia-21.jpg?w=1280)
নাকাশিপাড়া: শুধু মালদা নয়। এবার নদিয়া। জমি জায়গা বিবাদ কেন্দ্র করে চলল বোমা ও গুলি। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম আলম শেখ। ঘটনায় জখম হয়েছেন চার জন। নদিয়ার নাকাশিপাড়া থানার শিবপুর গ্রামে রাধানগর মাঠের ঘটনা। আহতেদের উদ্ধার করেছে চাপড়া থানা পুলিশ। চিকিৎসার জন্য নিয়ে যায় চাপড়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, চাষের জমি দখলকে ঘিরে দুই পক্ষের মারামারি। ঘটনায় জখম হন চারজন স্থানীয় এলাকার বাসিন্দা। পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায় চাপড়া গ্রামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আলম শেখের সঙ্গে ইজার শেখের জমি নিয়ে বিবাদ চলছিল। এরপর সেই জমিতে জোরপূর্বক ভাবে আলম চাষ করতে যাওয়ার পরেই দুই পক্ষের মধ্যে শুরু হয় গণ্ডগোল। অভিযোগ, ইজার শেখ-এর লোকজন ধারাল অস্ত্র দিয়ে কোপায়। বোমা মারে। চালায় গুলিও। ঘটনায় আহত হন আলমের লোকজন। আহতদের উদ্ধার করে চাপড়া থানার পুলিশ। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য।
এক প্রতিবেশী জানান, “একটা জমি নিয়ে তিরিশ বছর ধরে গণ্ডগোল। যাঁরা মেরেছে তাদের বক্তব্য এই জমি তাঁদের। কোনওভাবেই তাঁরা ছাড়বেন না। সেই নিয়ে অশান্তি। তারপরই শুরু হয় ঝামেলা।” বস্তুত, গতকাল মালদহে মদ খাওয়ার সময় চলেছিল গুলি। মৃত্যু হয়েছিল একজনের। পরের দিন এল ফের সেই গুলি চলার খবর। কথায় কথায় এত বোমা-বন্দুকগুলি আসছে কোথা থেকে প্রশ্ন তুলছে বিরোধীরা।
![সকালবেলা এই ৫ ভুল করলেই তাড়াতাড়ি হবেন বুড়ো! সকালবেলা এই ৫ ভুল করলেই তাড়াতাড়ি হবেন বুড়ো!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/5-morning-habits-that-will-make-anyone-70-year-old.jpg?w=670&ar=16:9)
![সময়ের অপচয় করলে জীবনে কী ঘনিয়ে আসে? নিম করোলি বাবা বললেন... সময়ের অপচয় করলে জীবনে কী ঘনিয়ে আসে? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-Baba-says-that-dont-waste-your-time-properly-use-it.jpg?w=670&ar=16:9)
![পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে... পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-happens-if-people-eat-Onion-and-Garlic-know-from-expert.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Here-are-5-smoothie-detox-to-ease-period-cramps-naturally.jpg?w=670&ar=16:9)
![রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়? রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-does-mean-of-covering-the-tulsi-plant-at-night.jpg?w=670&ar=16:9)
![স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের? স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/According-to-Chanakya-Niti-know-the-ideal-age-gap-between-husband-and-wife-to-achieve-happy-married-life.jpg?w=670&ar=16:9)